রাজ্য

সামার স্পেশাল ট্রেনের চাহিদা তুঙ্গে, এই দুটি নতুন ট্রেন নিয়ে এলো Indian Railway

ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রীষ্মকালীন সময় নতুন ট্রেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Advertisement

আবারো গুয়াহাটি এবং নিউ তিনসুকিয়া থেকে শুরু হচ্ছে নতুন ট্রেন পরিষেবা। যেহেতু, কলকাতায় এবং দক্ষিণবঙ্গে গরমের পরিমাণ ব্যাপক বেড়েছে, সেই কারণে এখন গ্রীষ্মকালীন সময়ে যাত্রীদের উত্তরবঙ্গে যাওয়ার চাহিদা অনেক বেড়েছে। সেই কারণেই সামার স্পেশাল ট্রেনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। গ্রীষ্মকালীন সময়ের এই চাহিদার কথা মাথায় রেখেই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি এবং নিউ তিনসুকিয়া থেকে নতুন সাপ্তাহিক ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে গুয়াহাটি এবং অন্যদিকে, নিউ তিনসুকিয়া থেকে এসএমভিটি বেঙ্গালুরর মধ্যে ট্রেন পরিচালনা শুরু করবে ভারতীয় রেলওয়ে। দুটি ট্রেন উভয় দিক থেকে নটি করে ট্রিপের জন্য চলাচল করবে।

জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু যাত্রীদের সুবিধাকে সবথেকে বড় প্রাধান্য দেওয়া হবে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনে থাকবে বেশ কিছু নতুন পরিষেবা। এমনিতে কিন্তু এই সমস্ত ট্রেনে থাকে মূলত চেয়ার কার। কিন্তু এই ট্রেনে এসি ২ টায়ার, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাস থাকবে। ট্রেন নম্বর ০৫৬৩৬ গুয়াহাটি থেকে শ্রী গঙ্গানগর স্পেশাল ট্রেন ১ মে থেকে ২৬ জুন ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে সন্ধ্যা ৬:১৫ নাগাদ রওনা দেবে এবং শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ শ্রী গঙ্গানগর পৌঁছাবে। অন্যদিকে, ০৫৬৩৫ শ্রী গঙ্গানগর থেকে গুয়াহাটি ট্রেন ৫ মে থেকে ৩০ এ জুন পর্যন্ত প্রত্যেক রবিবার দুপুর ১:২০ তে গঙ্গানগর থেকে রওনা দেবে এবং বুধবার রাত ১২:২৫ এ গুয়াহাটি পৌঁছাবে।

এছাড়াও, ০৫৯৫২ নিউ তিনসুকিয়া থেকে ব্যাঙ্গালোরের ট্রেন, ২ মে থেকে ২৭ জুন ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ তিনসুকিয়া থেকে সন্ধ্যে ৬টা ৪৫ এ রওনা দেবে এবং রবিবার সকাল ন’টায় ব্যাঙ্গালোর পৌঁছাবে। অন্যদিকে ট্রেন নম্বর ০৫৯৫১ ব্যাঙ্গালোর থেকে নিউ তিনসুকিয়া ট্রেন ৬ মে থেকে ১ জুলাই পর্যন্ত প্রত্যেক সোমবার ব্যাঙ্গালোর থেকে রাত সাড়ে ১২ টায় রওনা দিয়ে বুধবার দুপুর ১:১৫ তে নিউ তিনসুকিয়া পৌঁছাবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ইতিমধ্যেই জানিয়েছেন, ট্রেনের সমস্ত বিশদ বিবরণ এবং সমস্ত স্টপেজ আইআরসিটিসি ওয়েবসাইটে প্রদত্ত হবে। ফলে সব মিলিয়ে, খবরটা ভারতবাসীর জন্য যে খুবই ভালো হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button