প্রীতম দাস : আবারো কলকাতার বুকে ট্রাফিক সার্জেন্ট এর দাদাগিরি। রাহুল নামে একজন ওলা উবের চালককে ট্রাফিক সার্জেন্ট অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি বেধরক মারধর করে। ট্রাফিক সার্জেন্ট এর বুটের লাথিতে চালক কোমরে চোট লাগে। তার গাড়ির চাবি নিয়ে নেবার পাশাপাশি তাকে রীতিমতো আটক করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ৩টের সময় এই ঘটনার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল ওলা উবের এসোসিয়েশন এর তরফ থেকে একটি মিছিল করার পরিকল্পনা হয়েছে।
ওলা উবের এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট জয় বোস আমাদের জানান , তারা এই ব্যাপারে হেয়ার হেস্টিংস থানায় এই ঘটনায় লিখিত দায়ের করবে। প্রয়োজনে তারা আদালতে যাবেন। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে চারিদিকে নিন্দার ঝড় উঠেছে।
অনেকে বলছেন একজন ট্রাফিক সার্জেন্ট এর কি আইনি অধিকার আছে কোনো চালককে এইভাবে হেনস্থা করার? একজন অন ডিউটি সার্জেন্ট এতটা অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি ও মারধর করেন কি করে? ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। জয় বোস আমাদের জানান যে , সেদিন ভারত বাংলাদেশ খেলা ছিল।
একজন ব্যাক্তি ওলা ট্যাক্সি রিজার্ভ করে কিন্তু ইডেন গার্ডেন এর সামনে কোনো ওলা ট্যাক্সি কে ট্রাফিক দাঁড়াতে দেই না। যাত্রী ফোন করলে তিনি জানান ইডেন গার্ডেন এর সামনে গাড়ি দাড়াতে দিতে চায় না, আপনারা দয়া করে নেতাজি ইনডোর এর সামনে আসুন ওখান থেকে আমি আপনাকে পিক করে নেবো। সেইজন্যে রাহুল নামের ওলা চালক তার গাড়ি নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে যান। আর তারপরেই এমন ঘটনা।