৫০ দিনের কাজ দেবে রাজ্য সরকার, বাড়লো মহার্ঘ ভাতা, মে মাস থেকে চালু হচ্ছে একাধিক নিয়ম
আপনি যদি একজন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই মাসটা আপনার জন্য খুবই ভালো প্রমাণিত হতে চলেছে
রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে ন্যূনতম ৫০ দিনের কাজের প্রতিশ্রুতি, ১ মে তারিখটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বেশ নতুন নিয়মে পরিপূর্ণ হয়ে রইল। এই রাজ্যের সাধারণ কর্মীদের জন্য চালু হয়ে গেল বেশ কিছু নতুন নিয়ম। রাজ্যে বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। পশ্চিমবঙ্গে একাধিক নতুন নিয়ম চালু হওয়ার ফলে, একদিকে যেমন কর্মচারীদের পারিশ্রমিক বেড়েছে, তেমনি কিন্তু শুরু হয়েছে কর্মচারীদের কাজ করার তাগিদ। আর এই বিষয়গুলি রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক মে মাসের প্রথম দিন থেকে কোন কোন পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে।
১. কর্মশ্রী প্রকল্প – কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের ধাঁচে এবারে মে মাস থেকে রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। কমপক্ষে ৫০ দিনের জন্য এই প্রকল্পের আওতায় কাজ দেওয়া হবে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই জানিয়েছেন কর্মদিবস এর সংখ্যা আরো বৃদ্ধি করা হতে পারে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় যদি কোন কর্মী কাজ করেন তাহলে তাকে জব কার্ড দেবে রাজ্য সরকার।
২. স্মার্ট ফোন কিন্তু একাদশ শ্রেণীতেই ১০০০০ টাকা : এবার থেকে ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার জন্য একাদশ শ্রেণীতেই ১০০০০ টাকা করে পেয়ে যাবেন স্কুলের পড়ুয়ারা। এতদিন পর্যন্ত দ্বাদশ শ্রেণীতে এই টাকা দেওয়া হতো। তবে এবার থেকে একাদশ শ্রেণীতে সেই ১০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, এখন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে শুধুমাত্র দ্বাদশ শ্রেণী নয়, একই সাথে একাদশ শ্রেণি ও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে তাদের পড়াশোনাতে যাতে কোন রকম অসুবিধা না হয় সেই জন্য একাদশ শ্রেণীতেই ১০০০০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঠিক কবে এই অর্থ দেওয়া হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে জানানো হয়নি সরকারের তরফ থেকে। তবে হ্যাঁ যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা কিন্তু ১০০০০ টাকা করে পাবে সরকারের তরফ থেকে।
৩. মহার্ঘ ভাতা বৃদ্ধি : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারে ৪ শতাংশ বৃদ্ধি করা হলো বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের কর্মীদের এতদিন পর্যন্ত ১০% করে মহার্ঘ ভাতা দেওয়া হতো। এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেই চলছে রাজ্য সরকার। তবে চার শতাংশ বৃদ্ধির পরে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। যদিও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা দিচ্ছে। আর সেটাই এখন রাজ্য সরকারি কর্মচারীদের আক্ষেপ।
৪. রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার : পশ্চিমবঙ্গে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসিক পারিশ্রমিক এই মুহূর্তে যা পাওয়া যেত তার থেকে এক হাজার টাকা করে বেশি পাওয়া যাবে সামনের মাস থেকে। আগে যদিও এটা কার্যকরী হয়ে গিয়েছে, কিন্তু মে মাস থেকে বেতন পেতে থাকবেন রাজ্য সরকারের অধীনে কাজ করা এই সমস্ত কর্মীরা। একইভাবে এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের আওতায় যারা তথ্যপ্রযুক্তি দপ্তরে কাজ করেন তাদেরও পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। ফলে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিষয়টা খুবই লাভজনক প্রমাণিত হচ্ছে।