নিউজToday Trending Newsরাজ্য

Rain Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলায়, কবে বৃষ্টি নামবে কলকাতায়?

আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে

Advertisement

তীব্র দাবদাহে এখন জ্বলছে সমগ্র রাজ্য। দুপুর ১২ টার পর এখন ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে গেছে। তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। বিশেষজ্ঞরা দৈনন্দিন ‘হিট ওয়েভ‘ এর সতর্কতা জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী ২রা মে পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহের সতর্কতা শনিবার পর্যন্ত বহাল থাকবে। বর্ধমান ও বীরভূমে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ বিরাজ করলেও উত্তরবঙ্গে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তি দেবে। উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে আগামী পাঁচদিন বৃষ্টি হবে। আগামীকাল থেকে কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী দুই-তিন দিন বৃষ্টি হবে। তবে কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে?

আবহাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পর তাপমাত্রা কমতে পারে। কারণ এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরের হাওয়া বইবে, যা পশ্চিমী হাওয়ার দাপটকে কমাবে। রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতাতে।আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button