ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: আরও কমলো সোনার দাম, দেখে নিন ১ ভরি সোনা কিনতে কত খরচ হবে?

সোনার দাম এই মুহূর্তে ভারতে কিছুটা নিম্নমুখী

Advertisement

গত কয়েকদিন ধরে এই কিছুটা হলেও নিম্নমুখী রয়েছে সোনার দাম। একই রকম ভাবে আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গেল সোনার দাম। যেভাবে হু হু করে দাম বেড়েছে সোনার, তাতে সাধারণ মানুষের কাছে সোনা কেনা বেশ সমস্যার হয়ে পড়েছিল একটা সময় ধরে। তবে এবারে ব্যাপারটা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। কিছুটা হলেও দাম কমে অনেকটা স্বাভাবিকের কাছাকাছি এসেছে সোনার দাম। সোনা রুপোর প্রসঙ্গ উঠলে একটা বিনিয়োগের কথা আসে। তার পাশাপাশি বিয়ে বা যে কোন অনুষ্ঠানে সোনার থেকে বড় বিকল্প কিছু হয় না। যদি সোনা এবং রূপায় বিনিয়োগ করতেই হয় তাহলে সবার আগে তার দাম আপনাকে জেনে নিতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সোনা এবং রুপোর দাম এই মুহূর্তে কত।

আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায় তাহলে সোনা রুপোর বাজার কিছুটা হলেও স্বাভাবিক চলছে কলকাতায়। গতকাল বুধবার ১ মে ২০২৪ তারিখের তুলনায় এদিন সোনার দাম সামান্য হলেও কমের দিকে রয়েছে। একই সাথে কমেছে রুপোর দাম। এই মুহূর্তে সোনার দাম কলকাতার বাজারে কিছুটা নিম্নমুখী। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ দামের দাম এই মুহূর্তে ৬৫ হাজার ৫৪০ টাকা। তবে গতকাল এই দাম ছিল প্রতি ১০ গ্রামে ৬৫ হাজার ৫৫০ টাকা। ২২ ক্যারেট ছাড়াও ২৪ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ১০ টাকা কম হয়েছে গতকালের তুলনায়। এই মুহূর্তে ভারতের বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭১ হাজার ৫০০ টাকা। গতকাল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭১ হাজার ৫১০ টাকা।

একইভাবে নিম্নমুখী রয়েছে রুপোর দাম। এই মুহূর্তে ভারতের বাজারে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৮২ হাজার ৯০০ টাকা। তবে গতকাল এই রুপোর দাম ছিল প্রতি কিলোগ্রামে ৮৩ হাজার টাকা। ফলে দেখতে গেলে, শুধুমাত্র সোনা নয় একই সাথে কিন্তু দাম কমেছে রুপোর।

Related Articles

Back to top button