কলকাতানিউজ

ডেঙ্গুতে ফের মৃত্যু কলকাতার দুই বাসিন্দার, ডেঙ্গু আতঙ্কে বিপর্যস্ত গোটা রাজ্য

Advertisement

ডেঙ্গু আতঙ্কে বিপর্যস্ত কলকাতা আবারো মৃত্যু হলো দুজনের। দুজনের ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে এন এস ১ পজেটিভ। তবে কেন ওদের সার্টিফিকেটের ডেঙ্গুর কথা উল্লেখ নেই সে বিষয়ে তৈরি হয়েছে জটিলতা। শ্যাম বাজারের বাসিন্দা দেবাংশী মন্ডল নামে এক স্কুলছাত্রী সে কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন, জ্বর না কমায় তাকে টেস্ট করাতে বলা হয়, রক্ত পরীক্ষা তেই ধরা পড়েছে ডেঙ্গু। প্লেটলেট ক্রমাগত কমে যাচ্ছিল, তারপরে তাকে আর জি কর হসপিটাল এ ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।

অন্যদিকে নিউটাউনের বাসিন্দা সুজিনা খাতুন আবাসনে থাকতেন। বছর দেড়েক আগে তার বিয়ে হয়। তার একটি কন্যা সন্তান আছে। তিনিও দীর্ঘদিন ধরে জ্বরে ভুগে সোমবার দিন মারা যান।

ডেঙ্গুজ্বরে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যতে। মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। চিকিৎসকরা পরামর্শ দেন যে, জ্বর হলেই যেন রক্ত পরীক্ষা করানো হয় এবং প্রচুর পরিমাণে জল খাওয়া হয় এবং মশা যাতে না কামড়ায় তার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে।

Related Articles

Back to top button