Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অযোধ্যা সমস্যা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

কিছুদিন আগে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মান করা হবে এবং বাবরি মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের…

Avatar

কিছুদিন আগে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মান করা হবে এবং বাবরি মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার অযোধ্যা বিতর্ক নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঝাড়খন্ডে বিজেপিকে আর এক দফায় ক্ষমতায় ফেরাতে আজ প্রথম নির্বাচনী সভা করা হয়েছিল। ডালটনগঞ্জের সভায় নরেন্দ্র মোদী কংগ্রেস-জেএমএম-আরজেডির জোটকে ক্ষমতালোভী বলে আখ্যা দেন। প্রধানমন্ত্রীর মতে, খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যকে ওই সরকার শোষন করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অযোধ্যা মামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা পুরোনো সমস্যা মিটিয়ে ফেলেছি। এই সমস্যা আর জিউয়ে রাখতে চাই না। সুপ্রিম কোর্ট জানিয়েছিল রামমন্দিরের একটি ট্রাস্ট খুলতে। এছাড়াও মসজিদ তৈরির জন্য আলাদা পাঁচ এক আলাদা জায়গা দিতে হবে।

রায় পর্যালোচনার পথ এখন খোলা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, অযোধ্যার বাকি সমস্যাগুলি খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস চাইলে অযোধ্যা সমস্যা অনেকদিন আগেই মিটিয়ে নিতে পারত। কিন্তু ভোট পাওয়ার জন্য কংগ্রেস তা করেনি। তিনি আরও বলেন, কংগ্রেসের কাছে সমস্যা, আমাদের কাছে তা সমাধান।

ওদের কাছে রয়েছে অভিযোগ, আমাদের কাছে রয়েছে তার খতিয়ান। ওরা প্রতিশ্রতি দিয়েছিল কিন্তু পূরন করতে পারেনি। আমরা উন্নয়ন করি, তার সমস্ত প্রমান আমাদের কাছে আছে। ওরা যা এতবছরে করতে পারেনি তা আমরা কিছুদিনের মধ্যে করেছি। তিনি আরও বলেন, ঝাড়খণ্ডে বিজেপি নীতির জন্য কৃষকরা লাভ পাচ্ছে।

About Author