নিউজ

Indian Railways: গরমের মাঝেই রাজ্যবাসীর জন্য সুখবর, দীঘা-দার্জিলিং এর জন্য ৯ জোড়া স্পেশ্যাল ট্রেন দিল রেল

Advertisement

রাজ্যের প্রায় প্রতিটি জেলায় চলছে তীব্র দাবদাহ। অতিরিক্ত গরমের জন্য স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। গরমের ছুটি পড়তেই অনেকে প্ল্যান করে ফেলেছেন ঘুরতে যাওয়ার। আবার অনেকে গরম থেকে বাঁচতে অফিস কাছারি থেকে কয়েক দিনের ছুটি নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। আর বাঙালির কাছে চটজলদি বাড়ির কাছের ডেস্টিনেশন মানেই দীঘা (Digha) এবং দার্জিলিং (Darjeeling)। এই সময়টা দুই জায়গাতেই থাকে ঠাসা ভিড়। ট্রেনের (Train) টিকিট পাওয়াও তাই হয়ে ওঠে অনিশ্চিত। তাই রাজ্যবাসীকে চিন্তামুক্ত করতে বড় উদ্যোগ নিল রেল।

দার্জিলিং এবং দীঘার জন্য স্পেশ্যাল ৯ জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফে। দক্ষিণবঙ্গের একাধিক স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনগুলি। কবে কবে এবং কোন সময়ে চলবে এই ৯ জোড়া স্পেশ্যাল ট্রেন? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে। প্রতি শনিবার মালদা টাউন থেকে দুপুর ১ টা ২৫ মিনিটে দীঘার উদ্দেশে রওনা হবে ০৩৪৬৫ নম্বর ট্রেন। প্রতি রবিবার ভোর পাঁচটার সময়ে দীঘার উদ্দেশে রওনা হবে ০৩৪৬৬ নম্বর ট্রেন। প্রতি রবিবার সাঁতরাগাছি থেকে সকাল ৮ টা ১০ মিনিটে দীঘার উদ্দেশে রওনা হবে ০২৮৯৭ নম্বর ট্রেন। প্রতি শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে দীঘা যাবে ০২৮৪৭ নম্বর ট্রেন। আর শনিবার এবং রবিবার করে দুপুর ১ টা ১০ মিনিটে দীঘা থেকে সাঁতরাগাছি রওনা দেবে এই দুটি ট্রেন।

প্রতি শুক্রবার শিয়ালদহ থেকে সকাল ৯ টায় রওনা হয়ে সন্ধ্যা ৭ টা ১০ এ নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ০৩১০৫ নম্বর ট্রেন। প্রতি রবিবার রাত ১২ টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে দুপুর একটায় শিয়ালদা পৌঁছাবে ০৩১০৬ নম্বর ট্রেনটি। প্রতি রবিবার সকাল সাড়ে সাতটায় হাওড়া স্টেশন থেকে রওনা হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ১৫৬৪৩ নম্বর ট্রেন। প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১৫৬৪৪ নম্বর ট্রেন। প্রতি বুধবার রাত ১১ টা ৫৫ এ হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ০৩০২৭ নম্বর ট্রেন। প্রতি বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে ছেড়ে হাওড়া এসে পৌঁছাবে ০৩০২৮ নম্বর ট্রেন।

প্রতি শুক্রবার দুপুর ৩ টেয় কলকাতা স্টেশন থেকে শিলচরের উদ্দেশে রওনা দেবে ০৫৬৪০ নম্বর ট্রেন এবং পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। ০৫৬৩৯ নম্বর ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে প্রতি শুক্রবার রাত ১২ টা ৪০ মিনিটে, পৌঁছাবে কলকাতা স্টেশন। প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে রাত ৯ টা ৪০ এ গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ০২৫১৭ নম্বর ট্রেন আর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ৪৫ এ। প্রতি রবিবার ভোর ৪ টে ৩৫ এ ছেড়ে কলকাতা পৌঁছাবে ০২৫১৮ নম্বর ট্রেন। প্রতি রবিবার কলকাতা স্টেশন থেকে রাত ৯ টা ৪০ মিনিটে আগরতলার উদ্দেশে রওনা হয়ে সকাল ৭ টা ৪৫ এ নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ০২৫০১ ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে সকাল ১১ টায় কলকাতা পৌঁছাবে ০৫৯৩২ নম্বর ট্রেন।

Related Articles

Back to top button