সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানালো ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া
তড়িৎ ঘোষ : ভারতবর্ষের সর্বোচ্চ তিন টেলিকম সংস্থার মধ্যে দুটি হলো ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়া। রিলায়েন্স জিও আসার পর থেকেই গ্রাহকসংখ্যা থাকে এই দুটি সংস্থা। স্বভাবতই লাভের অঙ্কের পরিমাণ কমতে শুরু করে। গোদের উপর বিষফোঁড়া হিসেবে দেখা দেয় সুপ্রিম কোর্টের একটি রায়।
সুপ্রিম কোর্ট জানায় স্পেকট্রাম ব্যবহার চার্জ হিসেবে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR) এর ৫ শতাংশ এবং লাইসেন্স ফি এর ৮ শতাংশ হিসেবে বকেয়া রাজস্ব ভারতের টেলিকমিউনিকেশন দপ্তরকে অতি শীঘ্রই জমা দিতে হবে। এর ফলে ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া অত্যন্ত চাপের মুখে পড়ে। তার উপর কয়েকটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখতে পায়নি সংস্থা দুটি।
গত শনিবার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য সংস্থা দুটি আলাদা আলাদা ভাবে দুটি আর্জি সম্বলিত পত্র জমা দেয়। যদিও খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট তাদের এই লিখিত আর্জি পত্র এখনো পর্যন্ত গ্রহণ করেনি।