Indian Railways: আর হবে না দেরি, সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে বড়সড় সিদ্ধান্ত নিল রেল
বিশ্বের মধ্যে বৃহত্তম ভারতীয় রেল পরিষেবা (Indian Railways)। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে অধিকাংশ মানুষেরই প্রথম ভরসা রেল। মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে টিকিটের দাম থাকায় বিভিন্ন শ্রেণির মানুষ ট্রেন সফরের উপরেই চোখ বন্ধ করে ভরসা করে থাকেন। আর তাই রেল পরিষেবা যাতে আরো ভালো করা যায় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে রেল মন্ত্রক। এবার ট্রেনে সফর কালীন সময় কমাতে বড় উদ্যোগ নিল ভারতীয় রেল।
উত্তর পূর্ব সীমান্ত রেল এলাকায় ট্রেনের গতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। একাধিক জায়গায় রেলের কাজ খুবই দ্রুত গতিতে চলছে। অসম থেকে শিলিগুড়ি বা আগরতলা অংশে কাজের গতি বিশেষ ভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে কিমি ১১০/৭ এ ট্র্যাক মেরামতির কাজ চলছে। তাই কিছু কিছু ট্রেন বাতিল হয়েছে এবং কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে। রইল সম্পূর্ণ তথ্য।
৩-৭ মে পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। ৪ ঠা মে তারিখে রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৮৮৭/১৫৮৮৮ গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি টুরিস্ট এক্সপ্রেস। ৪-৬ মে পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস। ৫-৮ মে পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১২ শিলচর-রঙিয়া এক্সপ্রেস। ৪-৬ মে তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস। ৫ ও ৭ মে তারিখে রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৮ দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস।
৪, ৫, ৬ এবং ৭ মে তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬৪১ শিলচর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬৪২ নিউ তিনসুকিয়া-শিলচর এক্সপ্রেস, ট্রেন নম্বর ০৫৬৩৮ শিলচর-নাহরলগুন স্পেশ্যাল আর ট্রেন নম্বর ০৫৬৩৭ নাহরলগুন-শিলচর স্পেশ্যাল। যে ট্রেনগুলির সময় পুনর্নির্ধারণ হয়েছে সেগুলি হল- ৩ রা মে তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৭০২৯ আগরতলা-সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল সকাল ৬টা ২০-র বদলে রাত ১১টা ৫০ এ পুন নির্ধারণ করা হয়েছে।