ভারতীয় রেল তার দীর্ঘ রেল নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বহন করে, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম। অনেকে সিট বুক করে ভ্রমণ করতে পছন্দ করেন, আবার কেউ সাধারণ বগির টিকিট কেটে ভ্রমণ করেন। সাধারণত যাত্রা স্বল্প দূরত্বে হলে মানুষ শুধু সাধারণ টিকিট নিয়েই যাতায়াত করে। কিন্তু জেনারেল টিকিটের ব্যাপারেও রেলের একটা নিয়ম আছে, যার কথা রোজ যাতায়াত করা মানুষও জানে না।
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ১৯৯ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে হলে সাধারণ টিকিট কাটার ৩ ঘণ্টার মধ্যে ট্রেন ধরতে হবে। যদি কোনও যাত্রী ১৯৯ কিলোমিটারের কম যাত্রার জন্য বুকিং দেন, তবে তাকে প্রথম ট্রেনটি স্টেশন ছাড়ার জন্য বা টিকিট কাটার ৩ ঘন্টা পরে যাত্রা শুরু করতে হবে।
২০১৬ সালে সাধারণ টিকিটের জন্য এই সময়সীমা বেঁধে দিয়েছিল রেল। তাই কোনো যাত্রীকে ১৯৯ কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য টিকিট কেটে তিন ঘণ্টা ভ্রমণ করতে দেখা গেলে তাকে বিনা টিকিটে জরিমানা করা হয়। যদি আপনি ৩ ঘন্টার মধ্যে যাত্রা শুরু না করেন তবে আপনি টিকিট বাতিল করতে পারবেন না বা অন্য কোনও ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। কেউ কেউ দিনভর অসংরক্ষিত টিকিটে যাতায়াত করতেন। এই কূটকৌশল বন্ধ করতে যাত্রা শুরুর সময়সীমা বেঁধে দিয়েছে রেল।
সময়সীমা না থাকায় টিকিটের অপব্যবহার হচ্ছিল। দিল্লি ও তার আশপাশের এলাকায় গোটা একটা গ্যাং এর সুযোগ নিচ্ছিল। যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের কাছ থেকে টিকিট কেটে অন্য যাত্রীদের কাছে সস্তায় বিক্রি করতেন এই মানুষগুলো। এভাবে রেলওয়ে অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তাই এই চালাকি বন্ধ করতেই এই নিয়ম করেছে রেল।