নিউজ

Pan Card: ৩১ মে এর মধ্যেই সেরে ফেলুন এই কাজ, নাহলে পড়তে হবে বিরাট বিপদে!

Advertisement

সরকারি সহ বিভিন্ন বেসরকারি কাজের গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড (Pan Card)। বিশেষ করে ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কাজে দরকার হয় প্যান কার্ড। এমনকি প্যান কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা লেনদেন সংক্রান্ত কাজও করা যায় না। তাই প্যান কার্ড সংক্রান্ত সমস্ত জরুরি কাজ সেরে রাখাই বুদ্ধিমানের কাজ। কেন্দ্রীয় সরকারের তরফে আধারের সঙ্গে প্যান লিঙ্ক (Aadhaar Pan Link) করানোকে বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো পর্যন্ত আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি তারা বড় সমস্যায় পড়তে পারেন।

জরুরি নথিপত্রের মধ্যে প্যান কার্ডও সংযুক্ত হয়ে গিয়েছে। তাই আধারের সঙ্গে এটি লিঙ্ক করিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আগামী ৩১ মে ২০২৪ পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩১ মে পর্যন্ত আধার প্যান লিঙ্কের সময়সীমা ধার্য করা হয়েছে আয়কর দফতরের তরফে। রিপোর্ট অনুযায়ী, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যেতে পারে। তাই শীঘ্রই কাজ সেরে ফেলাই ভালো।

রিপোর্ট বলছে, যদি ৩১ মে এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। কেউ যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান লিঙ্ক না করান তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুসারে প্যান কার্ড না দেওয়ার মতোই অভিযোগ উঠবে।

এর ফলে একাধিক সরকারি, বেসরকারি এবং আর্থিক সংক্রান্ত কাজে ব্যাঘাত ঘটবে প্যান কার্ড না থাকলে। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজও আটকে যাবে। তাই সময় থাকতেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন প্যান কার্ড। আগামী ৩১ মে এর মধ্যে এই জরুরি কাজ সেরে নিলেই নিশ্চিন্ত। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেলে আর কোনো সরকারি বা বেসরকারি কাজই আটকাবে না। তাই শীঘ্রই সেরে ফেলুন এই কাজ।

Related Articles

Back to top button