নিউজ

Madhyamik 2024: নম্বর বাড়বে রেজাল্টে? কীভাবে করবেন মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের আবেদন? রইল তথ্য

Advertisement

বৃহস্পতিবার ২ রা মে সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ (Madhyamik 2024) এর মাধ্যমে। এ বছর পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮০ দিনের মাথায় হল ফল প্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তারপর ওইদিন দুপুর নাগাদ প্রকাশিত হয় আরেকটি বিজ্ঞপ্তি। মাধ্যমিকের নম্বর কীভাবে স্ক্রুটিনি এবং খাতা রিভিউ এর জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তার যাবতীয় নিয়ম।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিকে যারা কৃতকার্য হয়েছেন তারা স্ক্রুটিনি এবং রিভিউ দুটির জন্যই আবেদন করতে পারবেন। কিন্তু যেসব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তারা শুধুমাত্র রিভিউ এর জন্য আবেদন করতে পারবেন। তাদের সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ২ রা মে দুপুর ১২ টা থেকে ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ১৮ মে পর্যন্ত সক্রিয় থাকবে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি। তার মধ্যেই পরীক্ষার্থীদের আবেদন জানাতে হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া হয়েছে।

যেসব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তাদের খাতা রিভিউ এর জন্য প্রতিটি বিষয় পিছু ১০০ টাকা করে দিতে হবে। আর কৃতকার্য পরীক্ষার্থীদের স্ক্রুটিনির জন্য প্রতিটি বিষয়ে ৮০ টাকা করে দিতে হবে। আবেদন করার সময় মাধ্যমিক পরীক্ষার প্রতিলিপি, নাম এবং রোল নম্বর উল্লেখ করতে হবে। স্কুলের মাধ্যমেই আবেদন জানাতে হবে। ব্যক্তিগত ভাবে জানানো আবেদন গ্রাহ্য করা হবে না।

এ বছর ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার নূন্যতম নম্বর নিয়ে বড় আপডেটও দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে নির্দিষ্ট বিষয়ে নূন্যতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে পরিষ্কার তথ্য দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান নিয়ে পড়তে হলে অঙ্কে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে হলে ভৌত বিজ্ঞানে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। বায়োলজি নিয়ে পড়তে গেলেও জীবন বিজ্ঞানে পেতে হবে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর। আর্টস, কমার্সের ক্ষেত্রেও বিষয়ভিত্তিক নূন্যতম নম্বর জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

Related Articles

Back to top button