ভারতীয়দের জন্য আবারও একটা বড় খবর নিয়ে এলো ভারতের সবথেকে বড় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একে নতুন নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে দু হাজার টাকার বাতিল নোটগুলোর মধ্যে ৯৭.৭৬ শতাংশ এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমে ফিরে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে মাত্র ৭৯৬১ কোটি টাকার নোট বর্তমানে জনগণের হাতে রয়েছে। আর বি আই বিবৃতি দিয়ে জানিয়েছে ১৯ মে ২০২৩ এ নোট প্রত্যাহারের ঘোষণা করা হয়েছিল এবং এখনো পর্যন্ত ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোটের মধ্যে ৯৭ শতাংশের বেশি এই মুহূর্তে আবারও ফিরে এসেছে। এখনো পর্যন্ত মাত্র ৭ হাজার ৯৬১ কোটি টাকার ২০০০ টাকার নোট ভারতের জনগণের কাছে রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এই নোট যেন ভারতীয়রা খুব তাড়াতাড়ি নির্দিষ্ট আর বি আই অফিসে গিয়ে ফেরত দিয়ে আসেন। নতুবা কিন্তু এই নোট সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে এবং তাদের একটা বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কাছে এই ধরনের নোট রয়েছে।
এখনো কি নোট বিনিময় করা যায়?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি দু হাজার টাকার নোট কিন্তু এখনো পর্যন্ত ভারতে অবৈধ হয়ে যায়নি। তবে আপনি এখন কোন দোকানে গিয়ে এই ধরনের ২০০০ টাকার নোট চেঞ্জ করতে পারবেন না। আপনাকে আর বি আই অফিসে গিয়ে শুধুমাত্র ২০০০ টাকার নোট জমা করতে হবে। এই মুহূর্তে ভারতে ১৯ টি আরবিআই অফিস রয়েছে যেখানে ২০০০ টাকার নোট জমা করা যেতে পারে। এছাড়াও ভারতীয় পোষ্টের মাধ্যমে আর বি আই এর যে কোন অফিসে আপনি এই ২০০০ টাকার নোট পাঠাতে পারেন। তার সাথে আপনাকে আপনার ব্যাংকিং ডিটেইল দিয়ে দিতে হবে। তাহলে আরবিআই সেই এমাউন্ট আপনার ব্যাংকে সরাসরি ট্রান্সফার করে দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে আর বি আইয়ের তরফ থেকে এক হাজার টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছিল এবং তারপরে চালু করা হয়েছিল ২০০০ টাকার নতুন নোট।
নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করার পরে ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত এই নোট পরিবর্তন করার সময়সীমা বৃদ্ধি করা হয়। আগে তিন মাস দেওয়া হলেও পরবর্তীকালে যখন দেখা যায় অনেকেই এই ধরনের নোট পরিবর্তন করেননি, তখন এই সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে থাকে আরবিআই। কিন্তু তারপরেও কিছু টাকার নোট এখনো পর্যন্ত রয়ে গিয়েছে ভারতীয়দের হাতে। সেই কারণেই এখন আর বি আই এর তরফ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
২,০০০ টাকার নোট কোথায় বদলাতে পারবেন?
আপনি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ২,০০০ টাকার ব্যাঙ্ক নোট দেশের যেকোনো পোস্ট অফিসে বা যেকোনো RBI অফিসে পাঠাতে পারেন, যার মূল্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। ১৯টি RBI অফিসে ব্যাঙ্ক নোট জমা/বিনিময় সুবিধাটি রয়েছে। এই সমস্ত আর বি আই অফিসের মধ্যে রয়েছে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, পাটনা এবং তিরুবনন্তপুরম৷ আপনার নিজের অঞ্চলের ভিত্তিতে আপনি যে কোন একটি আরবিআই অফিসে গিয়ে এই নোট জমা করতে পারেন অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন।