নিউজরাজ্য

Weather Forecast: আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঝড়, স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

Advertisement

একটু হলেও ধাপে ধাপে কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহব্যাপী তীব্র দাবদাহের পর দক্ষিণবঙ্গ বাসীর জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস (Weather Update)। রবিবার থেকেই ঝড়বৃষ্টি পেতে চলেছে দক্ষিণের জেলাগুলি। তার আগে আজ পাঁচ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। আটটি জেলায় নামবে বৃষ্টি। রবিবার থেকে আরো বেশি জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। কলকাতাতেও আজ সন্ধ্যার পরে সামান্য বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা যে মাঝারি বৃষ্টি হবে।

রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। বাকি ১০ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৩০-৪০ কিমি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। কলকাতা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রামেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হবে। রবিবার গতিবেগ বেড়ে হবে ৪০-৫০ কিমি। সোমবার উত্তরের সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ৩০-৪০ কিমি বেগে ঝড় হবে। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়ের গতিবেগ থাকবে ৪০-৫০ কিমি। সোম এবং মঙ্গলবার উপকূল অঞ্চলে ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button