Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, আর কিছুক্ষণের মধ্যেই ভিজবে এই জেলাগুলি
গোটা এপ্রিল মাসটাই প্রায় চাতকের মতো আকাশের দিকে চেয়ে থেকেছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে দফায় দফায় ঝড়বৃষ্টি (Weather Forecast) হলেও কাঠফাটা শুকনোই থেকেছে দক্ষিণের জেলাগুলি। বৈশাখ মাস পড়তে না পড়তেই পশ্চিমের জেলাগুলির সঙ্গে কলকাতাও চলে গিয়েছিল তাপপ্রবাহের দখলে। তাপমাত্রা বাড়তে বাড়তে ছুঁয়ে ফেলেছিল ৪৩ ডিগ্রি। রেকর্ড গরম লক্ষ্য করার পরেও স্বস্তি পায়নি মানুষ। তবে গত দু দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে কয়েক ডিগ্রি। আর এবার ঝড় বৃষ্টিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির আশেপাশে। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। সোমবার থাকছে কালবৈশাখীর সম্ভাবনাও।
সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। এর মধ্যে রয়েছে কলকাতাও। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। নদিয়া এবং মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এ বছর এখনও পর্যন্ত একটিও কালবৈশাখী পায়নি কলকাতা সহ অন্য জেলাগুলি। তাই হাওয়া অফিসের পূর্বাভাসে ঝড় বৃষ্টির জন্য অপেক্ষা আরো বেড়ে গিয়েছে।
প্রায় গোটা এপ্রিল জুড়ে তীব্র গরমের পর মে মাসের শুরু থেকেই ভয়াবহ আকার ধারণ করে গ্রীষ্ম। কলকাতায় এ বছর রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। কলাইকুণ্ডায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭ ডিগ্রিতে। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হাওয়া অফিসের ঝড় বৃষ্টির পূর্বাভাসে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এতে পারদ বেশ কয়েক ডিগ্রি কমতে পারে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। তবে এই স্বস্তি সাময়িক। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময় থেকে ফের চড়তে শুরু করবে তাপমাত্রা।