আবার একটি সাফল্যের পথে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। মহাকাশে সফল ভাবে পাড়ি দিলো ইসরোর স্যাটেলাইট কার্টোস্যাট-৩। আজ সকাল ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চিং স্টেশন থেকে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV-C47 তে করে মহাকাশে রওনা দিলো কার্টোস্যাট-৩। এরই সঙ্গে আরও ১৩টি মার্কিন উপগ্রহকে পাঠানো হয়েছে। এই উপগ্রহগুলিকে ‘সান সিনক্রোনাস’ অরবিটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য এই কার্টোস্যাট সিরিজের স্যাটেলাইটগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে নজরদারির জন্য পাঠানো হয়। এই স্যাটেলাইটগুলি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেকথা বলাই বাহুল্য। ভারত আর আমেরিকার মধ্যে হওয়া ‘নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড’(NSIL) চুক্তির ভিত্তিতেই এই স্যাটেলাইট গুলি পাঠানো হয়েছে মহাকাশে। গত ২৫ নভেম্বর উৎক্ষেপণের কথা থাকলেও পরে তা পিছিয়ে গিয়ে আজ উৎক্ষেপণ হলো এই স্যাটেলাইট গুলির।