মালদা : বিধ্বংসী আগুন মালদায়। মালদায় বালুচর বস্তিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১২ টি বাড়ি, মৃত ১। দমকল সূত্রে জানা যাচ্ছে, বুধবার ভোরে ওই বস্তির একটি বাড়িতে আগুন লাগে। আর সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় পাশের বাড়িগুলিতে। ঘটনাটি ঘটার সময় অধিকাংশ বাড়ির মানুষরাই জাগেনি, তাই সাবধান হতে পারেনি কেউই।
জানা যাচ্ছে যে, এদিন ভোরে বস্তির একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বস্তির অন্য বাড়ি গুলো গা ঘেঁষাঘেঁষি করে হওয়ার জন্য খুব তাড়াতাড়ি বাকি বাড়িগুলিতে আগুন ছড়িয়ে যায়। আগুন লাগার কিছুসময় পর স্থানীয়রাই বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তার কিছুসময় পরে ঘটনাস্থলে হাজির হয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল সূত্রেই খবর আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।
এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে দমকল সূত্রে। এলাকার আগুন এখনো পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসেনি, তবে আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। দমকলের অনুমান, কোনো একটি বাড়িতে গ্যাস খোলা ছিল, সেই বাড়িতেই কোনো একজন ধূমপান করার জন্য আগুন জ্বালালে মুহুর্তেই ঘরে আগুন লেগে যায়। মালদা পুরসভা থেকে যাদের ঘর পুড়ে গেছে তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে।