রবিবার দেশের একাধিক শহরে জ্বালানির (Petrol Price) দামে দেখা গিয়েছে উত্থান পতন। বেশ কিছু শহরে বেড়েছে ডিজেলের দাম। আবার কিছু কিছু শহরে কমেছে দাম। প্রতিদিনের মতোই বিভিন্ন তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের নয়া রেট প্রকাশ করেছে দেশে। রবিবার সকালে আপডেট হওয়া জ্বালানির দাম দেখাচ্ছে একাধিক রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে সামান্য। আবার কয়েকটি রাজ্যে কমেছে জ্বালানির দাম।
বিভিন্ন রাজ্য সরকার জ্বালানির দামের উপরে নিজস্ব কর আরোপ করে থাকে। এই কারণেই রাজ্য ভেদে জ্বালানির দামও আলাদা আলাদা হয়ে থাকে। রবিবার তেল কোম্পানি গুলির আপডেট অনুযায়ী বিহার, ছত্তিশগড়, কেরল, কর্ণাটক ও মহারাষ্ট্র সহ আরো কয়েকটি রাজ্যে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে জম্মু ও কাশ্মীর, হিমাচল, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের মতো কিছু রাজ্যে কমেছে জ্বালানির দাম।
রাজ্য সরকারগুলির আরোপিত কর ছাড়াও বিশ্ব বাজারে তেলের দামের উপরেও জ্বালানির দাম নির্ভর করে। পাশাপাশি ডলারের তুলনায় রুপি দুর্বল হয়ে পড়লেও বাড়ে জ্বালানির দাম। রবিবার কোন শহরে কত রয়েছে পেট্রোল ডিজেলের দাম? কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৭৬ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা অর্থাৎ কলকাতা থেকে ১০ টাকা কম। ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬২ টাকা।
চেন্নাইতে পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০০.৭৫ টাকায়। এই শহরে ডিজেলের দাম ৯২.৩৪ টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোলের দাম সবথেকে বেশি। ১০৪.২১ টাকা প্রতি লিটারে দাম পেট্রোলের দাম মুম্বইতে আর ডিজেলের দাম লিটার প্রতি ৯২.১৫ টাকা। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।