নিউজরাজ্য

বিতর্কে জড়ালেন বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত জাহান

Advertisement

২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় থেকেই খবরের শিরোনামে রয়েছেন বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত জাহান। কিছুদিন আগেই নিখিল জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার কিছুদিন পর শারীরিক অসুস্থতার কারনে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিকভাবে সুস্থ হওয়ার পর তিনি সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীর বক্তৃতা শোনেন, যার থেকে শুরু হয় রাজনৈতিক সমালোচনা।

ঘটনাটি হল তৃনমূলের সকল সাংসদরা সাংসদের যৌথ অধিবেশন বয়কট করে বিআর আম্মেদকরের মূর্তির সামনে মোদী-বিরোধী বিক্ষোভ দেখায়। এমনকি মূর্তির সামনে ধর্নায় বসে তারা। ধর্নায় তৃনমূলের সকল সাংসদ থাকলেও সেখানে উপস্থিত নেই বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত জাহান। তিনি সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনছিলেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অনেকেই নুসরতের দলবিরোধী কার্যকলাপ দেখে প্রশ্ন করছে। অনেকেরই মনে করছে নুসরত তৃনমূল থেকে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। তৃনমূলের শীর্ষ নেতারা এই প্রসঙ্গে বলেন, এই হয়েছে মূলত ভুল বোঝাবুঝির জন্য তারা জানিয়েছিল সকল সদস্যদের কাছে এসএমএস পাঠানো হয়েছে, হয়তো নুসরত তা দেখে উঠতে পারেননি। তার জন্যই এই ভুল বোঝাবুঝি হয়েছে।

Related Articles

Back to top button