Allowance Hike: ডিএ-র পর বাড়ল আরও এক ভাতা, ভোটের মাঝেই সরকারি কর্মীদের লক্ষ লক্ষ টাকা লাভ
লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ ছিল ৪৬ শতাংশ। তা আরো ৪ শতাংশ বাড়িয়ে দেওয়ায় বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ করে ডি এ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মার্চ মাসের বেতনের সঙ্গে সঙ্গেই বর্ধিত হারে ডিএ পেয়েছেন তারা। শুধু ডি এ নয়, সঙ্গে আরো কিছু ভাতা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
গত ৩০ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সনেল, পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনস, গভর্মেন্ট অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বাড়বে।
এতদিন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল ২০ লক্ষ টাকা। এবার তা আরো ৫ লক্ষ বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা। উল্লেখ্য, মাস কয়েক আগে কেন্দ্রের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটির নিয়মে বদল আনা হয়েছে। সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১-এর ৮ নং বিধিতে সংশোধনের ভিত্তিতে যদি কোনো সরকারি কর্মচারী কোনো গর্হিত অপরাধ করেন এবং কর্তব্যরত অবস্থায় নিজেদের দায়িত্ব পালন না করেন, তাহলে অবসরের পর পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ হয়ে যাবে ওই সরকারি কর্মীর।
বেড়েছে আরো কিছু ভাতা। ২৫ এপ্রিল জারি করা ওই নির্দেশিকায় সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি করার পর শিশু শিক্ষা ভাতা এবং হস্টেলের সাবসিডির পরিমাণেও সংশোধন করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকেই এই সংশোধন কার্যকরী হবে। নির্দেশিকাতে এও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, ডিএ ৫০ শতাংশ বাড়লে সংযুক্ত ভাতাগুলিও ২৫ শতাংশ হারে বাড়বে।