Scholarship: মাধ্যমিক পাশ করলেই ১২০০০ টাকা সঙ্গে মোবাইল ফোন, এই উপায়ে করুন আবেদন
রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে রাজ্য সরকারের। এবার মাধ্যমিক (Madhyamik) পাশ করা শিক্ষার্থীদের জন্য নতুন স্কিম নিয়ে এল রাজ্য সরকার। মাধ্যমিক পাশের পরেই সরকারের তরফে আর্থিক সাহায্য পাবেন শিক্ষার্থীরা। মাধ্যমিক পাশের পরেই ১২ হাজার টাকা পাবেন তারা। অনেক সময়ই দেখা যায়, পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয় অনেক মেধাবী ছাত্রছাত্রী। তাই সরকারের তরফে তাদের জন্য এই উদ্যোগের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
এখানেই শেষ নয়, আরো একটি সুখবর রয়েছে পড়ুয়াদের জন্য। এর আগে রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, মাধ্যমিক পাশ করার পরেই পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা। মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য এই টাকা পাবেন তারা। তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের দেওয়া হবে এই অর্থ। আর এবার ঐক্যশ্রী স্কলারশিপ নামে আরো একটি স্কলারশিপে পড়ুয়াদের আরো ১২ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যেসব পড়ুয়ারা বাড়িতে থেকে পড়ছেন আর যারা হস্টেলে থেকে পড়াশোনা করছেন তারা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। যারা পড়ছেন বাড়িতে থেকে তারা পাবেন মোট ১০,২০০ টাকা। এর মধ্যে একাদশে ভর্তি হওয়ার ফি ও টিউশন ফি ৭ হাজার ৭০০ টাকা। আর মেইন অ্যালাউন্স হল ২,৫০০ টাকা। যারা হস্টেলে থেকে পড়ছেন তারা পাবেন মোট ১১,৯০০ টাকা। এখানে টিউশন ফি ৭৭০০ টাকা এবং মেইন অ্যালাউন্স ৪২০০ টাকা।
এই স্কলারশিপের জন্য আবেদন করতে আবেদনকারীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যারা এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন সেইসব পড়ুয়াই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। মাধ্যমিকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে শিক্ষার্থীকে। পাশাপাশি শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম। সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ পার্সি এবং জৈন সম্প্রদায়ের মধ্যে হতে হবে আবেদনকারীকে।