নিউজToday Trending Newsরাজ্য

Weather Update: রাজ্যের ১১ জেলায় কালবৈশাখী, ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস অব্দি নেমে গিয়েছিল

Advertisement

আজ মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের কারণে রাজ্যের ১১ জেলায় ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী দুই ঘণ্টার মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সকল জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির কারণে বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও কমে আসতে পারে। ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কিছু জেলার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গেছে।

এছাড়া আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দিঘা থেকে বকখালি পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় গতকাল অর্থাৎ সোমবারের ঝড় ও বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে এসেছে। সন্ধ্যার পর ৭৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা হাওয়ায় রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল। মঙ্গলবার সকালে আংশিক মেঘলা আকাশ, পরে মেঘলা আকাশ থাকবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৫.১ ডিগ্রি সেলসিয়াস নীচে। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৮ শতাংশ।

Related Articles

Back to top button