দেশনিউজ

BREAKING : লোকসভায় বিল পাশ, বন্ধ হয়ে গেল সিগারেট বিক্রি

Advertisement

অরূপ মাহাত: আইন করে গুটকা বিক্রি বন্ধ করার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার লোকসভায় বিল এনে ই সিগারেট বন্ধের ব্যাপারে ঐক্যমত হলো সব দল। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন দ্রব্য বন্ধের ব্যাপারে কিছুদিন আগেই কড়া মনোভাব প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

আজ বুধবার সংসদের নিম্নকক্ষে দীর্ঘক্ষণ আলোচনার পর ই সিগারেট বন্ধের বিষয়ে একমত হন সমস্ত রাজনৈতিক দল। ইলেকট্রনিক সিগারেট বা ই সিগারেট প্রস্তুত ও বিক্রি নিয়ে এর ক্ষতিকর দিকগুলো আলোচনার পর এ বিষয়ে বিল পাশ করা হয় লোকসভায়।

ই সিগারেট প্রস্তুত, আমদানি-রপ্তানি, বিক্রি, ডিসট্রিবিউশন, মজুত করা বেআইনি বলে ঘোষণা করা হয় আজ। অন্যদিকে এই সংক্রান্ত বিজ্ঞাপনগুলিও বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। শরীরের পক্ষে ক্ষতিকর বলেই মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার আবহেও এই দ্রব্য বন্ধ করতে তেমন বেগ পেতে হয়নি শাসকদলকে।

Related Articles

Back to top button