প্রায় একবছর হয়ে গেল মাঝেরহাট ব্রিজের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। রাজ্য সরকার এবং রেলের টালবাহার জন্য থমকে পড়ে আছে ব্রিজের কাজ। ডিসেম্বর মাসে শুরু হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। সেখানের যাওয়ার একমাত্র সহজ পথ হল মাঝেরহাট ব্রিজ। সেপ্টেম্বর মাসে মাঝেরহাট ব্রিজের নির্মানকাজ শেষ হওয়ার কথা থাকলেও ইঞ্জিনিয়াররা জানিয়েছে, এপ্রিলের আগে কোনোমতেই ব্রিজের নির্মাণকাজ শেষ করা সম্ভব না, যা এক চিন্তার বিষয়।
মাঝেরহাট ব্রিজ নির্মাণ তাড়াতাড়ি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় রেলমন্ত্রী পীযুষ গোয়ালকে এক চিঠি দেন। সেই চিঠিতে রেলের কাজে কিছু অসম্পূর্ণতা রয়েছে তার কথাও বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, রেলের কাজের জন্য কেএমডির কাজ। সেই কাজ তাড়াতাড়ি শেষ করার কথা বলে মুখ্যমন্ত্রী। কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়। ব্রিজ পুর্ননির্মানের জন্য বেশ কিছু তথ্য রাজ্য সরকারের কাছে চাওয়া হয়। কিন্তু রাজ্য সরকার তা নেওয়ার ফলে ব্রিজ নির্মাণের ছাড়পত্র দেয়নি রেল।
উল্লেখ্য গতবছর ৪ সেপ্টেম্বর মাঝের ব্রিজের কিছু অংশ ভেঙে পড়েছিল। ফলে বেহালাবাসীর সাথে কলকাতা মূল শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজ্য সিদ্ধান্ত নেয় ব্রিজটিকে সম্পুর্ন ভেঙে নতুন করে তৈরী করা হবে। কিন্তু রেলের সাথে বোঝাপোড়ার অভাবের জন্য কাজটি এখনও সম্পূর্ণ করা যায়নি।