তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে (Rain Forecast) প্রাণ জুড়াচ্ছে বঙ্গবাসী। দীর্ঘ এক মাসের অপেক্ষার পর বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত ৬ মে এর পর ৭ তারিখেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল কলকাতা সহ অন্য জেলাগুলিতে। এতদিন পশ্চিম ভারতে অবস্থান করছিল একটি পশ্চিমি ঝঞ্ঝা। তবে বর্তমানে অসমের একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা বাষ্পপূর্ণ বাতাসের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। অসম এবং সিকিমেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ার সম্ভাবনা প্রবল। সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা তাকবে ২২ ডিগ্রির কাছাকাছি মা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।
উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ১২ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।