ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মধ্যবিত্তদের জন্য বিরাট ধামাকা, সেভিংস ব্যাংকে টাকা থাকলেও মোটা টাকা সুদ

ফিক্স ডিপোজিট থেকেও আপনি বেশি টাকা সুদ পেয়ে যাবেন

Advertisement

ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি তার ওপরে সুদ পান, সেটা হয়তো সকলেরই জানা। কিন্তু সেক্ষেত্রে সেভিংস বা কারেন্ট, যে অ্যাকাউন্ট হোক না কেন সেখানেই কিন্তু সুদ পাওয়া যায়। তবে সেভিংস এবং কারেন্ট একাউন্টে কিন্তু সুদের হার ভিন্ন। ব্যাংকে একাউন্ট থাকলেও অনেক ক্ষেত্রেই অনেকে জানেন না যে ব্যাংকে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা অফার করা হয়। এর মধ্যে সবথেকে বড় সুবিধা হল, অটো সুইপ সার্ভিস। এর মাধ্যমে একাউন্টে তিনগুণ বেশি সুদ পেতে পারেন আপনি। তবে এর জন্য কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে এই পরিষেবার কথা আপনাকে জানাতে হবে। এই অটো সুইপ সার্ভিস হলো এমন একটি সুবিধা, যার মাধ্যমে, গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে অনেক বেশি সুদ পাওয়া যায়। যদি সেভিংস বা কারেন্ট একাউন্টে জমা টাকা সুইপ লিমিট পার করে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অটো সুইপ সুবিধা সক্রিয় করে যেকোনো ব্যাংক।

এই কাজ করার পরে বিভিন্ন পদ্ধতিতে একাউন্টে একটা নির্দিষ্ট লিমিট স্থির করতে হয় এবং তারপরেই জমা টাকা ফিক্স ডিপোজিট এ পরিণত হয়ে যায়। ধরে নেওয়া যাক, আপনি ২০ হাজার টাকা লিমিট ধার্য করে রেখেছেন আপনার সেভিংস ব্যাংক একাউন্ট এর ক্ষেত্রে। কিন্তু আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে রয়েছে ৬০০০০ টাকা। এই সার্ভিস যদি আপনি চালু করেন, তাহলে সরাসরি ২০ হাজার টাকার পরে যে ৪০ হাজার টাকা আপনার ব্যাংকে জমা রয়েছে, এটা সরাসরি ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হয়ে যাবে। এর ফলে, ২০,০০০ টাকা আপনি সেভিংস একাউন্টে পেয়ে যাবেন এবং তার ওপরে পেয়ে যাবেন সুদ। অন্যদিকে বাকি ৪০ হাজার টাকা আপনি পেয়ে যাবেন ফিক্সড ডিপোজিট আকারে।

ব্যাংকে এই সুবিধা যদি আপনি চালু করেন তাহলে আপনি ফিক্স ডিপোজিট এর হারে প্রচুর টাকা সুদ পেতে পারবেন। একই সঙ্গে এই সার্ভিসের আরো কয়েকটি সুবিধার ব্যাপারে জানিয়ে রাখা ভালো। জমা টাকায় যদি আপনি বেশি পরিমাণে সুদ পান, তখনই আরো বেশি করে টাকা জমা রাখতে পারবেন আপনি। এরফলে নিজের খরচের প্রতি আপনি সতর্ক হতে পারবেন। অটো সুইপ সার্ভিস এর সবথেকে বড় সুবিধা হল, এতে আপনাকে বারবার নিজেকে গিয়ে ডিপোজিট করতে হবে না। এমনিতে সাধারণ সেভিংস ব্যাংক একাউন্টে আপনি পেয়ে যান ২.৫ শতাংশ করে সুদ। তবে যদি ফিক্স ডিপোজিটে সেই টাকা পৌঁছে যায়, তাহলে ফিক্স ডিপোজিট এর উপরে আপনি পেয়ে যাবেন ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ। অর্থাৎ, এই সুদের হার সাধারণ ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রায় তিনগুণ বেশি। ফলে সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেক বেশি টাকা আপনার কাছে থাকবে।

Related Articles

Back to top button