Bank Holiday: অক্ষয় তৃতীয়ায় থাকবে ব্যাংক ছুটি, এই রাজ্যে হবে না কোন ব্যাংকের কাজ, দেখে নিন তালিকা
আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন ব্যাংকের কাজ করতে চান তাহলে অবশ্যই এই তালিকা দেখে তারপর এই ব্যাংকে যাবেন
শুক্রবার সারাদেশে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই দিনে সবাই মনে করেন সোনার গয়নায় ইনভেস্ট করার এটাই সবথেকে ভালো সময়। তবে ১০ মে তারিখে অক্ষয় তৃতীয় দিনে ব্যাংক খোলা থাকবে কিনা, সেটা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে। আপনাদের জানিয়ে রাখি ভারতের বেশিরভাগ রাজ্যে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ব্যাংক খোলা থাকে। কিন্তু কয়েকটি রাজ্য এমন আছে যেখানে কিন্তু ব্যাংক ছুটি থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে ব্যাংক ছুটি থাকা সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে আর কোন কোন দিন ব্যাংক ছুটি থাকবে সেই তালিকাটা।
আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, শুক্রবার ১০ মে, শুধুমাত্র ব্যাঙ্গালোরে থাকবে ব্যাংক ছুটি। এই তারিখে অক্ষয় তৃতীয়ার সাথেই গোটা কর্নাটকে পালিত হবে বাসব জয়ন্তী। এই কারণে ব্যাঙ্গালোর এবং গোটা কর্নাটকে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এই দিন। এছাড়াও এর পরের দিন অর্থাৎ ১১ মে দ্বিতীয় শনিবার হবার কারনে ব্যাংক ছুটি থাকবে সারা দেশে। ১২ মে রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৬ মে রাজ্যদিবস হওয়ার কারণে গ্যাংটক সহ সমস্ত সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।
অন্যদিকে, ১৯ মে রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে সারা দেশে। ২০ মে ২০২৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে মুম্বাইয়ের এবং বেলাপুরের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে এ দিন। ২৩ মে বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা থাকার কারণে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডিগড়, দেরাদুন, ইটানগর, জম্মু, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, শিমলা এবং শ্রীনগর শহরের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি ২৫ মে নজরুল জয়ন্তী হবার কারণে শুধুমাত্র আগরতলায় এদিন ব্যাংক বন্ধ থাকবে। তাই যদি আপনার এই মাসে ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে এই তারিখগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে।