নিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PNB Update: এক মাসের মধ্যেই সেরে ফেলুন এই কাজ, নয়তো চিরতরে খোয়াবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) অ্যাকাউন্ট গ্রাহকের জন্য নির্দেশিকা জারি করা হল। এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য নয়া আপডেট দিল ব্যাঙ্ক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহকরা একেবারে নিষ্ক্রিয় অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কোনও আর্থিক লেনদেন করা হয়নি, সেই সমস্ত গ্রাহকদের জন্য এবার নতুন নির্দেশিকা জারি করা হল।

আপনার কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট্ রয়েছে? তবে এই প্রতিবেদনটি আপনার অনেক কাজে আসতে চলেছে। পিএনবি সম্প্রতি একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বিগত তিন বছরে কোনো আর্থিক লেনদেন করা হয়নি, উপরন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সও নেই, তাদের উদ্দেশে এবার সতর্ক করল ব্যাঙ্ক। এক মাসের মধ্যেই এই ধরণের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পিএনবি তরফে।

এক্স হ্যান্ডেলে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি জন্য হয়েছে পিএনবির তরফে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত তিন বছর গোনা হবে। এই সময়কালের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কোনো রকম আর্থিক লেনদেন করা হয়নি, সেগুলি এবার বন্ধ করে দেওয়া হবে। এই নির্দেশিকা জারি হওয়ার এক মাসের মধ্যেই বিনা কোনো নোটিশে বন্ধ করে দেওয়া হবে এই ধরণের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি। যদি গ্রাহকরা অ্যাকাউন্টগুলি টিকিয়ে রাখতে চান তবে ব্যাঙ্কের নির্দিষ্ট শাখায় গিয়ে কেওয়াইসি জমা করতে হবে।

ওই নির্দেশিকায় আরো জানানো হয়েছে, ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টগুলি, অ্যাকটিভ স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন যুক্ত লকার, অনূর্ধ্ব ২৫ বছরের গ্রাহকদের স্টুডেন্ট অ্যাকাউন্ট, PMJJBY/PMSBY/SSY এর মতো কারণে খোলা অ্যাকাউন্ট, API, DBT র জন্য খোলা অ্যাকাউন্ট আর আদালত, আয়কর দফতর বা এমন কোনো প্রতিষ্ঠানের নির্দেশে ফ্রিজ করে দেওয়া অ্যাকাউন্টগুলি এই নিয়মের আওতায় পড়ছে না। অর্থাৎ সেগুলি বন্ধ হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই।

Related Articles

Back to top button