How to Become Crorepati: প্রতিদিন ১০০ টাকা জমিয়ে কোটিপতি হওয়া যায়? জেনে নিন কীভাবে
আপনি যদি কয়েক বছরের মধ্যেই কোটিপতি হতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো রাস্তা
এখনকার দিনে কোটিপতি হওয়ার রাস্তা অনেক। আগেকার দিনে পারিবারিক ব্যবসা ভালো থাকলে অথবা নিজে খুব বড় একটা ব্যবসা তৈরি করতে পারলে তবেই কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা যেত। কিন্তু এখন যে কোন সাধারণ মানুষ কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন। বিষয়টা এখন খুবই সহজ একটা জায়গাতে চলে এসেছে। সঞ্চয় করেও কিন্তু আজকাল মানুষ প্রচুর টাকা জমা করে ফেলতে পারেন। তার দৈনিক জমার পরিমাণ যতই হোক না কেনো, যদি আপনি নিয়মিত একটা সময় করে টাকা জমা করতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকার তহবিল আপনি তৈরি করতে পারবেন একটা সময়ের পর। কিন্তু, দিনে মাত্র ১০০ টাকা করে জমিয়ে কি আপনি কোটিপতি হতে পারবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই খুঁজছেন। চলুন তাহলে আপনাদের জানিয়ে দিই, কিভাবে আপনি খুবই সস্তায় হয়ে উঠতে পারবেন কোটিপতি
আপনি যদি কোটিপতি হতে চান কয়েক দিনের মধ্যেই তাহলে কিন্তু আপনাকে এসআইপি বিনিয়োগ করতে হবে। কেউ যদি প্রতি মাসে নিজেদের বেতন থেকে নিজের সঞ্চয়ের একটা ছোট অংশ এসআইপি বিনিয়োগ করেন তাহলে এই মিউচুয়াল ফান্ডে গড়ে ১২ শতাংশ করে রিটার্ন পেতে পারবেন। যদিও এই রিটার্ন কিন্তু সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যদি কেউ দীর্ঘ সময়ের জন্য এসআইপি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু তার কোটিপতি হবার স্বপ্ন আরো ভালোভাবে তিনি দেখতে পারেন। এমন কি কেউ যদি প্রতিদিন ১০০ টাকা করে সঞ্চয় করেন তাহলেও কিন্তু কয়েক বছরের মধ্যে নিজেকে কোটিপতি তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি দৈনিক ১০০ টাকা সঞ্চয় করে কোটিপতি হয়ে উঠতে পারবেন।
আপনি যদি প্রতিদিন ১০০ টাকা করে সঞ্চয় করে কোটিপতি হয়ে উঠতে চান তাহলে কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনাকে এসআইপি বিনিয়োগ করতে হবে। এখানে ৩০ বছরের মাত্র ১০,৮০,০০০ টাকা আপনি বিনিয়োগ করবেন এবং সে ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ১২% করে রিটার্ন। অর্থাৎ আপনি ৯৫,০৯,৭৪১ টাকা ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ, ৩০ বছর পরে আপনি ১,০৫,৮৯,৭৪১ টাকার একটা তহবিল তৈরি করতে পারবেন। যদি আপনি মাসে ১৫০০০ টাকা আয় করেন তাহলেও কিন্তু মাসে ৩০০০ টাকা আপনি বিনিয়োগ করে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন। অর্থাৎ যদি, আপনার কাছে সঞ্চয় করার মত টাকা থাকে, তাহলে অবশ্যই সেটা এসআইপি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। তাহলেই কিন্তু আপনি প্রচুর রিটার্ন পেতে পারবেন।