নিউজরাজ্য

IMD Weather Forecast: আবার আসছে দাবদাহের দিন, কবে থেকে গরম ফিরছে? জানাল আবহাওয়া অফিস

আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে

Advertisement

দীর্ঘ দাবদাহের পর স্বস্তির বৃষ্টি থেমে গেলেও, আগামী সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কমে যাবে এবং তাপমাত্রাও বাড়তে শুরু করবে। আগামী তিন দিন স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টি কমে গেলে তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। আগামীকাল সোমবার অব্দি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। তারপর বৃহস্পতিবার তাপমাত্রা ক্রমশ বাড়বে। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বঙ্গে। তবে তাপমাত্রা বাড়লেও এখনই তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

সোমবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ রবিবার সকালে কলকাতায় মনোরম আবহাওয়া বিরাজ করছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ অনুভূত হবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও দেখা দিতে পারে। বিকেল বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টির তীব্রতা কম থাকার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আবহাওয়া দফতরের ধারণা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

Related Articles

Back to top button