নিউজ

Bank Holiday: সোমবার বাংলায় একাধিক শহরে বন্ধ ব্যাঙ্ক, বিপাকে পড়ার আগে জেনে নিন

Advertisement

প্রতি মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের মাসিক হলিডে লিস্ট (Bank Holiday) প্রকাশ্যে আনা হয়। দেশ জুড়ে বিভিন্ন দিনে ব্যাঙ্কগুলি কবে কবে বন্ধ থাকবে তা ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশ জুড়ে ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় আরবিআই এর তরফে। মে মাস জুড়ে একাধিক ছুটি রয়েছে ব্যাঙ্কে। সোমবার, সপ্তাহের শুরুতেই দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সোমবার, ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন রয়েছে। চতুর্থ দফায় দেশের ১০ টি রাজ্যের মধ্যে ৯৬ টি আসনে হবে ভোট। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীরে হবে চতুর্থ দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দূর্গাপুর, বীরনগর, আসানসোল, বোলপুরে রয়েছে ভোট। সোমবার এই এলাকাগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গ বাদে বিজয়নগরম, বিশাখাপত্তনম, কাকিনাডা, বিজয়ওয়াড়া, গুন্টুর, আরাকু, শ্রীকাকুলাম, রাজামুন্দ্রি, নারসাপুরম, এলুরু, আমলাপুরম, নারসারাওপেট, ওঙ্গোল, নান্দিয়াল, কুর্নুল, হিন্দুপুর চিত্তুর, দরভাঙা, বেগুসরাই, মুঙ্গের, সিংভূম, উজ্জয়িনী, খান্ডওয়া, জলগাঁও, কোরাপুট, কালাহান্ডি, নিজামবাদ, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, শাহজাহানপুর, সীতাপুর, উন্নাও, ইটাওয়া, কনৌজ, কানপুরের মতো শহরগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এর আগে গত ৮ মে কলকাতা সহ গোটা রাজ্যেই ব্যাঙ্ক গুলি বন্ধ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সারা বাংলায় ব্যাঙ্কের কাজ বন্ধ ছিল। তবে এদিন শুধু বাংলাতেই ছুটি ছিল। দেশের অন্যত্র ব্যাঙ্কগুলিতে ছিল না ছুটি। এই দিনগুলিতে অনলাইন পরিষেবা চালু ছিল। একই রকম ভাবে গত ১০ মে ছিল বসব জয়ন্তী বা অক্ষয় তৃতীয়া। এদিন মূলত বেঙ্গালুরুতে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে বলে জানানো হয়েছিল আরবিআই এর তরফে। এরপর ১৯ মে রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি। তাই এদিন দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ মে দেশের বড় বড় শহরে রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Related Articles

Back to top button