দেশনিউজ

সাদা বরফের চাদরে ঢেকে গেল উত্তরাখন্ড

Advertisement

শ্বেত মর্মর সাদা বরফের চাদরে ঢাকা উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির। বুধবার মরসুমের প্রথম তুষারপাত এই দেখা গেল অনবদ্য দৃশ্য। প্রায় ২ ফুট সাদা পুরু বরফ জমে যায় মন্দিরের সামনে।

প্রকৃতির এ এক যেন অনবদ্য রূপ। তুষারপাতের কারণে সামান্য ভোগান্তি হলেও পর্যটকরা কিন্তু বেশ মেতেছে তুষার খেলায় বরফের বল তৈরি করতে ব্যস্ত শিশু থেকে বড় সবাই।

তবে প্রায় বছর পনেরো পরে নভেম্বর মাসে তুষারপাত দেখতে পেল উত্তরাখান্ড বাসি। কেদারনাথে গত ২৪ ঘণ্টা আগেই সারাক্ষণ ধরে তুষারপাত হয়েছে সেখানে ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গেছে -৯ ডিগ্রিতে।

কিন্তু পশ্চিমবঙ্গে এখনো ঠান্ডা পড়ার নাম নেই। প্রকৃতির এক অপূর্ব লীলা, কোথাও ঠান্ডা নেই বললেই চলে, কোথাও আবার হাড় কাঁপানো শীত।

Related Articles

Back to top button