Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pan Card Link: হাতে আর কিছুদিনের সময়, ৩১ মে-র মধ্যে এই কাজ না করলে হয়ে যাবে বিরাট ক্ষতি

যেকোনো ভারতীয়ের কাছে প্যান কার্ড (Pan Card) গুরুত্বপূর্ণ নথি। সরকারি সহ বিভিন্ন বেসরকারি কাজের গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। বিশেষ করে ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কাজে দরকার হয় প্যান কার্ড। এমনকি…

Avatar

By

যেকোনো ভারতীয়ের কাছে প্যান কার্ড (Pan Card) গুরুত্বপূর্ণ নথি। সরকারি সহ বিভিন্ন বেসরকারি কাজের গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। বিশেষ করে ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কাজে দরকার হয় প্যান কার্ড। এমনকি প্যান কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা লেনদেন সংক্রান্ত কাজও করা যায় না। তাই প্যান এবং আধারের লিঙ্ক উল্লেখ করা হয়। যারা এখনো এই কাজটি তাদের জন্যৃ থাকছে নতুন সুযোগ।

প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে অন্যতম হল প্যান কার্ড। বিভিন্ন কাজে প্যান কার্ডের দরকার পড়ে। তাই আধার কার্ডের সঙ্গে প্যানের লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সরকারের তরফে। যদি এটা না করানো হয় তাহলে ভবিষ্যতে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আয়কর দফতরের তরফে আধার প্যান লিঙ্ক করানোর জন্য ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটাই আধার এবং প্যান কার্ড লিঙ্ক করানোর শেষ সুযোগ। এই সময়ের মধ্যেই আধার এবং প্যান এর সংযুক্তিকরণ করাতে হবে গ্রাহকদের। রিপোর্ট অনুযায়ী, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যেতে পারে। তাই শীঘ্রই কাজ সেরে ফেলাই ভালো।

রিপোর্ট বলছে, যদি ৩১ মে এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। কেউ যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান লিঙ্ক না করান তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুসারে প্যান কার্ড না দেওয়ার মতোই অভিযোগ উঠবে। এর ফলে একাধিক সরকারি, বেসরকারি এবং আর্থিক সংক্রান্ত কাজে ব্যাঘাত ঘটবে প্যান কার্ড না থাকলে। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজও আটকে যাবে। তাই সময় থাকতেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন প্যান কার্ড।

About Author