বিভিন্ন অ্যাপসে ডার্ক মোড ফিচারস দেখা যায়। আর এবার অন্যান্য অ্যাপস এর মত ফেসবুকেও আসতে চলেছে ডার্ক মোড ফিচার।
হোয়াটসঅ্যাপে এই ফিচারস আসার আগেই ফেসবুকে এটি চলে আসবে। অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাপসে এই ফিচারস দেখতে শুরু করে দিয়েছে। তবে এটি স্থায়ী হচ্ছে না। কিছু সময় একটু দেখা গেলেও পরক্ষনেই আর দেখা যাচ্ছে না।
ডার্ক মোড চিরস্থায়ী হচ্ছে না এটি অ্যান্ড্রয়েড পুলিশের একটি রিপোর্ট থেকে জানা গেছে। খুব কম জনেরই ডিভাইসেই এই ফিচারটি টেস্ট করা হয়েছে।
গত বছর যে ফেসবুক অ্যাপস এর ডিজাইন প্রকাশিত হয়েছিল সেখানেই প্রথম দেখা গিয়েছিল ডার্ক মোড। এখন আপডেটটি নিয়ে আসা হচ্ছে ফেসবুকের অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেক্সটপ ভার্সনে। তবে সবাই এই আপডেটটি পায়নি।