প্রফুল্লতার কোন বয়স নেই তা আরও একবার প্রমাণ করলেন ৬০ ঊর্ধ্ব আন্টি। তার নাচের ভিডিও দেখে মনে হচ্ছে যেন কোন তরুণী পুরো এনার্জি দিয়ে নাচ করছেন। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে এক ৬০ ঊর্ধ আন্টিকে অবিশ্বাস্য আত্মশক্তির উপর ভিত্তি করে দুর্দান্ত ডান্স করতে দেখা গেছে।
তবে ভাইরাল এই ভিডিওটি সম্পর্কে বলার পূর্বে আমরা আপনাদের বলি, এই প্রথম নয় যে কোন বয়স্কা মহিলার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বিগত কয়েক বছরে এমন একাধিক ভিডিও ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হয়েছে, যেগুলি দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি অনেক সোশ্যাল মিডিয়া প্রেমীরা। মুহূর্তের মধ্যে সেই ভিডিওগুলি পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ভিডিওতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি তেমনই একটি ভিডিও নজরে এসেছে মিডিয়া পাড়ায়। অজয় দেবগনের ছবি “দিওয়ানে”-এর জনপ্রিয় গান “কেয়ামত-কেয়ামত”-এ অবিশ্বাস্য নাচ করে রীতিমতো ভাইরাল হয়েছেন এক আন্টি। ইনস্টাগ্রামে ভাইরাল হাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ফুল এনার্জির সাথে ৬০ বছর উত্তীর্ণ এক আন্টি অবিশ্বাস্য অঙ্গভঙ্গিতে ডান্স করছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এই সময় ওই আন্টির পরনে রয়েছে কমলা রঙের শাড়ি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আন্টির অবিশ্বাস্য নাচ দেখে উপস্থিত মানুষেরাও মুগ্ধ হচ্ছেন। পাশাপাশি তারা হাততালির মাধ্যমে উৎসাহিত করছেন ওই মহিলাকে। শুধু তাই নয়, ভিডিওতে আরও দেখা যাচ্ছে, জল খেতে খেতে নাচ করছেন ওই বয়স্ক মহিলা। ভিডিওটি ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। এইবেলা আপনিও উপভোগ করুন-