ভাটপাড়া : বিধানসভা উপনির্বাচনে জেতার পরেই ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ই ডিসেম্বর ভাটপাড়ায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। ভাটপাড়ায় এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। ৩৩ আসনের ভাটপাড়া পুরসভায় এই মুহুর্তে তৃণমূলের দখলে ১৮টি, বিজেপির দখলে ১২টি এবং সিপিএমের দখলে ১টি আসন। ২জন কাউন্সিলর মারা গিয়েছেন।
লোকসভা ভোটের পরেই দিল্লিতে গিয়ে ভাটপাড়া পুরসভার ১৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। ফলে ভাটপাড়া পুরসভা বিজেপির হাতে চলে আসে। কিন্তু গত ৯ নভেম্বর বিজেপিতে যাওয়া কাউন্সিলরদের মধ্যে ১২ জনই আবার তৃণমূলে ফিরে আসেন।
ফলে ভাটপাড়ায় তৃণমূল পুনরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। তাই এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তারা। এই নিয়ে তৃণমূলের ১৮ জন কাউন্সিলরই বৈঠক করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষের সঙ্গে। সেখান থেকে সবুজ সংকেত পেয়েই এবার তারা অনাস্থা আনার তোড়জোড় শুরু করেছে।