বর্তমানে আধার কার্ডের (Aadhaar Card) মতো গুরুত্বপূর্ণ নথি আর কিছু নেই। ভারতীয় হিসেবে আধার কার্ডই প্রধান পরিচয়পত্র হয়ে উঠেছে। বিভিন্ন প্রয়োজনীয় কাজে দরকার হয় এই কার্ড। আধার ছাড়া ছাড়া চলে না। সরকারি কাজে তো বটেই, অনেক বেসরকারি কাজেও দরকার হয় আধার কার্ড। তাই আধার কার্ড সবসময় আপডেটেড রাখা জরুরি। সরকারের তরফেও বদল আনা হয়েছে আধারে। নতুন পিভিসি আধার কার্ড তৈরি হয়েছে এখন। পুরনো আধার কার্ড ঠিক অবস্থায় না থাকলে পিভিসি আধার কার্ড অর্ডার করা যেতে পারে।
এখন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার করা সম্ভব। ইউআইডিএআই এর তরফে নতুন করে আধার কার্ড পিভিসি তৈরি করা হয়েছে, যেখানে পিভিসি কার্ডের উপরে ছাপানো হচ্ছে আধার কার্ডের তথ্য। পিভিসি কার্ড হওয়ায় এই আধার অনেক বেশি টেকসই এবং আকারেও ছোট। বাড়িতে বসেই এই আধার কার্ডের অর্ডার দেওয়া যাবে। কীভাবে আবেদন করবেন পিভিসি আধার কার্ডের জন্য, ধাপে ধাপে সমস্ত তথ্য দেওয়া রইল এই প্রতিবেদনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইট বা এম আধার অ্যাপের মাধ্যমে নতুন পিভিসি আধার কার্ডের অর্ডার দেওয়া যায়। যাদের আধার কার্ড নেই তাদের এখন এই নতুন পিভিসি কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আর যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে, তারাও চাইলে এই নতুন পিভিসি কার্ডের জন্য অর্ডার করতে পারেন। এর জন্য প্রথমে মোবাইল ফোনে এম আধার অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। যে ফোন নম্বরের সঙ্গে আধার নম্বরটি লিঙ্কড রয়েছে সেই নম্বরে একটি ওটিপি যাবে যা লগইন এর সময়ে প্রয়োজন হবে।
লগইন এর পর অর্ডার পিভিসি আধার অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক ভাবে যাচাই করে নিয়ে তারপর পেমেন্ট অপশনে যেতে হবে। এর জন্য গ্রাহককে দিতে হবে ৫০ টাকা। ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে থেকে একটি অপশন বেছে নিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হলে কনফার্মেশন মেসেজের সঙ্গে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাওয়া যাবে। আবেদন করার এক দু সপ্তাহের মধ্যেই নতুন আধার কার্ড পিভিসি পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায়।