দেশনিউজ

উপনির্বাচনে হারের জের, রিপোর্ট তলব বিজেপি শীর্ষ নেতৃত্ব অমিত শাহের

Advertisement

দিল্লি : রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। মাত্র ৬ মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে যেখানে ৫০ হাজারের কাছাকাছি ব্যবধানে এগিয়ে থাকা খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ আসন দুটিও খোয়াতে হয় তৃণমূলের কাছে।

এরমধ্যে খড়গপুর সদর তো রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড় হয়ে উঠেছিল। সেখানেও এমন ভাবে ধরাশায়ী হওয়ায় চিন্তার ভাঁজ বিজেপি নেতৃত্বের কপালে। রাজ্য সভাপতি যতই একে ছোটোখাটো হার বলে এড়িয়ে যেতে চান না কেন, শীর্ষ নেতৃত্ব যে হালকা ভাবে নিচ্ছে না এই হার তা বুঝিয়ে দিল বাংলাকে নিয়ে অমিত শাহের পদক্ষেপ।

উপনির্বাচনে হারের কারণ জানতে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অমিত শাহ। তিন কেন্দ্রে বিজেপি প্রার্থীরা ধরাশায়ী হওয়ার পর বুথ ভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। কোন বুথে কত ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী জানতে চেয়েছেন শাহ।

বেশ কিছু বুথে বিজেপি প্রার্থীরা ১০ টিও ভোট পাননি। জানা গেছে, মাত্র ৬ মাস আগে বিপুল জনসমর্থন নিয়ে ১৮ টি আসন জয়ের পর হঠাৎ করে কেন পাল্টে গেল পরিস্থিতি, তা জানতেই রিপোর্ট তলব বিজেপির সর্বভারতীয় সভাপতির।

Related Articles

Back to top button