LPG Gas Cylinder: এই কাজ না করলেই ১ লা জুন থেকে বন্ধ গ্যাস সিলিন্ডার, বড় আপডেট সরকারের তরফে
আগামী মাসের শুরু অর্থাৎ ১ লা জুন থেকেই একটি নিয়মে বড়সড় পরিবর্তন হওয়ার পরিবর্তন হতে চলেছে। যারা এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) গ্রাহক তাদের বায়োমেট্রিক যাচাই করে ই কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে। সংশ্লিষ্ট ডিলারের কাছে গিয়ে বায়োমেট্রিকের প্রমাণ দিয়ে করাতে হবে ই কেওয়াইসি। অন্যথায় বড় সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। এবার বিষয়েই এল বড়সড় আপডেট।
জানা গিয়েছিল, বায়োমেট্রিকের প্রমাণ দিয়ে ই কেওয়াইসি না করালে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এ বিষয়ে এবার সরকারের তরফে এল বড় আপডেট। জানা যাচ্ছে, বায়োমেট্রিক যদি যাচাই নাও করা হয় তাহলেও এখুনি ভর্তুকি বন্ধ হচ্ছে না। তাই গ্রাহকদের অযথা চিন্তিত হওয়ার কারণ নেই। আরো জানা গিয়েছে, গ্রাহকদের বাড়ি বাড়ি সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময়েই ডেলিভারি কর্মীরা যাচাই করে নিতে পারবে বায়োমেট্রিক।
কীভাবে করাবেন ই কেওয়াইসি? তেল সংস্থার তরফে জানানো হয়েছে, ই কেওয়াইসি করাতে বা আধার লিঙ্ক করাতে কোনো টাকা পয়সা প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন মতো ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমেও আধার যাচাই করে ই কেওয়াইসি করানো যেতে পারে। আবার চাইলে গ্যাস ডিলারের কাছে গিয়েও আধার যাচাই করিয়ে ই কেওয়াইসি করানো যাবে। এ বিষয়ে সমস্ত গ্যাস ডিলারদেরই নির্দেশ দিয়ে রাখা হয়েছে সরকারের তরফে।
ই কেওয়াইসি করানোর জন্য একটি ফর্ম পূরণ করতে হবে গ্রাহকদের। ওই ফর্মে উল্লেখ করতে হবে নিজের নাম, গ্রাহক নম্বর, স্বামী বা বাবার নাম এবং ঠিকানার প্রমাণ পত্র। এর জন্য আধার বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর মতো নথির জেরক্সও জমা দেওয়া যেতে পারে। এই ই কেওয়াইসির মাধ্যমে গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করা হবে। এর ফলে গ্যাস সিলিন্ডার নিয়ে দুর্নীতি কমবে। অভাবী মানুষ যেমন সঠিক সময়ে গ্যাস সিলিন্ডার পাবেন, তেমনি ডিস্ট্রিবিউটরদের কালোবাজারিও বন্ধ হবে।