দেশনিউজ

মোদিকে ‘বড় দাদা’ বলে সম্বোধন উদ্ভবের, রাজনৈতিক মহলে আবার শুরু জল্পনা

Advertisement

মহারাষ্ট্র : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় দাদা’ হিসেবে সম্বোধন করলেন উদ্ভব ঠাকরে। গত শুক্রবার শিবসেনার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ভব ঠাকরের বড় দাদা বলা হয়েছিল, আর এদিন খোদ উদ্ভব নিজেই বললেন একথা। কংগ্রেস এনসিপির সাথে জোট বেঁধে সরকার গড়লেও এখনো বিজেপির প্রতি দুর্বলতা যে কমেনি শিবসেনার সেকথা আবার প্রমাণিত হলো এদিন।

গতকাল শিবসেনার তরফে তাদের মুখপত্র ‘সামনা’য়’ বলা হয়, শিবসেনা বিজেপিকে ছেড়ে আলাদা সরকার গড়লেও নরেন্দ্র মোদি ও উদ্ভব ঠাকরের সম্পর্ক পরস্পরের ভাইয়ের মতো। তিনি দেশের প্রধানমন্ত্রী। তাই মহারাষ্ট্রের প্রতিও তার একটা আলাদা দায়িত্ব আছে।’ মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্ভব ঠাকরেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।

এদিন খোদ উদ্ভব ঠাকরে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। কেন্দ্রে আপনার মতো একজন দাদা আছে, আপনার সাহায্যে আমি নতুন মন্ত্রিসভা নিয়ে শক্তিশালী মহারাষ্ট্র গড়বো।’ রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির সাথে সম্পর্ক খারাপ হলেও শিবসেনা কোনোভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। কারণ কেন্দ্রের সাহায্য ছাড়া যে রাজ্য চালানো কঠিন সেকথা উদ্ভব ভালোই জানেন।

Related Articles

Back to top button