Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশেরও বেশি হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, চওড়া হাসি গ্রাহকদের মুখে
বিনিয়োগের ক্ষেত্রে বহু মানুষ এখনো ভরসা করেন ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)। কারণ এখানে ভালো সুদের হারে ঝুঁকি ছাড়া বিনিয়োগ করা যায়। সঙ্গে মেলে নিশ্চিত রিটার্ন। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা বর্তমানে বেশ ভালো সময় দেখছেন। কারণ বিগত ১৫ মাস ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট স্থির রয়েছে। তাই বিগত ২-৩ বছরের মধ্যে ব্যাঙ্কগুলি গ্রাহকদের সবথেকে বেশি সুদের হার দিচ্ছে। তাই ফিক্সড ডিপোজিটের প্রতি আরও নির্ভরতা বাড়ছে মানুষের।
বিশেষজ্ঞদের মতে, জুন মাসেও সুদের হারে কোনো পরিবর্তন করার সম্ভাবনা নেই রিজার্ভ ব্যাঙ্কের। তেমনটা হলে বেশ কিছু ব্যাঙ্কে সুদের হার আরও বাড়তে পারে। বর্তমানে বেশ কিছু ব্যাঙ্কে সুদের হার ৯ শতাংশ পেরিয়ে গিয়েছে। এসবিআই, ডিসিবি ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, আরবিএল, ক্যাপিটাল ব্যাঙ্ক স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি দারুণ সুদের হার দিচ্ছে।
সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে ডিসিবি ব্যাঙ্ক। ২২ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার। সাধারণ নাগরিকরা ৮ শতাংশ রিটার্ন পাবেন এবং প্রবীণ নাগরিকরা রিটার্ন পাবেন ৮.৫৫ শতাংশ। ২ কোটি টাকার কমে এফডির ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে আইডিএফসি ব্যাঙ্কে। ১৫ মে থেকে কার্যকর করা হয়েছে সংশোধিত সুদের হার। ৭ দিন থেকে ১০ বছরের এফডি অফার করা হচ্ছে এই ব্যাঙ্কে। সাধারণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৩.৫০ শতাংশ থেকে ৮.৪০ শতাংশ হারে সুদ পান।
২ কোটি টাকার নীচে এবং ২ কোটি টাকার উপরে এফডিতে দারুণ সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১৫ মে থেকে কার্যকর হয়েছে নতুন রেট। ২ কোটি টাকার কম পরিমাণে এফডির ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে। ১ লা মে থেকে কার্যকর করা হয়েছে নতুন হার। সাধারণ নাগরিকরা ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ হারে সুদ পাবেন আর প্রবীণ নাগরিকরা ৪.৬০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ হারে সুদ পাবেন।