সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তিতে পড়তে হল নিত্যযাত্রীদের। ঘূর্ণিঝড় রিমালের (Cyclone Remal) কারণে রবিবার রাত থেকেই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার্থে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শিয়ালদহ দক্ষিণ শাখায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আর এর জেরেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
রবিবার মধ্যরাতেই রিমালের ল্যান্ডফল হওয়ার কথা জানানো হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকায় সবথেকে বেশি প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের। তাই রবিবার রাত ১১ টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে অনেক যাত্রীই পড়েছিলেন সমস্যায়। অনেকে ট্রেনের মধ্যেই রাত কাটাতেও বাধ্য হন। এদিকে সোমবার সকাল ছটা থেকে লোকাল ট্রেন ফের চালু হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের দাপটের কারণে সকাল নটা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন লোকাল ট্রেন বন্ধ ছিল।
সপ্তাহের প্রথম দিনেই ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় কার্যত মাথায় হাত পড়ে নিত্যযাত্রীদের। উপরন্তু সোমবার সকাল থেকেই রিমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলত রাস্তায় গাড়িও তুলনামূলক অনেক কম। জোড়া সঙ্কটে বড়সড় ভোগান্তিতে পড়তে হয়েছে প্রতিদিনের যাত্রীদের। রাত ভর রিমালের তাণ্ডবের পর সকাল থেকে একটানা বৃষ্টিতে কলকাতা সহ উপকূলবর্তী বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
সোমবার সকাল নটার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সর্বপ্রথমে ছাড়ে ক্যানিং লোকাল। তবে পরিষেবা এখনো স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানা যাচ্ছে। যদিও শিয়ালদহ হাসনাবাদ শাখায় এখনো পর্যন্ত বন্ধ হয়েছে ট্রেন পরিষেবা। উল্লেখ্য শিয়ালদহ দক্ষিণ শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল ৩৪৪২৬ এবং ৩৪৪২৪ শিয়ালদহ সোনারপুর লোকাল, ৩৪৩৩২ এবং ৩৪৩৩১ বারুইপুর লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৬১৪ এবং ৩৪৬১৩ শিয়ালদহ বারুইপুর লোকাল, ৩৪৮৮২ এবং ৩৪৮৮১ সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল। এছাড়াও ৩৪৮৯১ এবং ৩৪৮৯২ ডায়মন্ড হারবার বারুইপুর লোকালও বাতিল থাকছে সোমবার।