ঘূর্ণিঝড়ের প্রভাব (Weather Update) কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য। রিমাল এর প্রভাবে গত শনিবার থেকেই ঝড় বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। রবিবার মধ্যরাতে ল্যান্ডফল করে রিমাল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকাল থেকেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল সব জেলাতেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টি এবং হাওয়ার দাপট। সোমবারও সারাদিন ঘূর্ণিঝড়ের প্রভাবে দফায় দফায় বৃষ্টি এবং দমকা হাওয়া ছিল বিভিন্ন জেলায়।
তবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড় পিছু হটেছে। মঙ্গলবার কিছু কিছু জেলায় রোদের দেখাও পাওয়া গিয়েছে। তবে এখনই ঝড়বৃষ্টি থামছে না জেলাগুলিতে। মঙ্গলবার সহ আগামী কয়েকদিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে দক্ষিণের জেলাগুলিতে। পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঝোড়ো হাওয়া থাকবে না।
এদিকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। এখানেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার কলকাতায় মূলত আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আগামী ২৯, ৩০, ৩১ এবং ১ তারিখ উত্তর এবং দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টির পূর্বাভাস। ১ লা জুন সপ্তম দফার নির্বাচন কলকাতা সহ বেশ কিছু অংশে। এদিনও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সব জেলায়। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে।