দেশনিউজ

সিয়াচেনে ফের তুষারধস, শহিদ দুই সেনা জওয়ান

Advertisement

সিয়াচেন : ভারতে কারাকোরাম পর্বতশ্রেনীর ২০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। তুষারধস এখানে প্রায় প্রতিনিয়তই হতে থাকে। কিন্তু বিশ্বের এই সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ভারত মাতাকে রক্ষা করার জন্যে এই প্রতিকূলতার মধ্যেও সীমান্ত পাহারা দিয়ে চলেছে সেনারা।আর আবারও একবার তুষারধসের কারণে মৃত্যু হল ২ জন সেনা জওয়ানের।

শনিবার ভোররাতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮,০০০ উচ্চতায় সার্দান গ্লেসিয়ার এলাকায় তুষারধস হয়। সেই সময়ে কিছু সেনা পাইচারি দিচ্ছিলেন। তুষার স্তূপটি তাদের দিকে ধেয়ে এলো বরফে চাঁঙড়ের মধ্যে চাপা পড়ে যায় সেনারা। ঘটনাটি ঘটা মাত্র সেনাদের উদ্ধারের জন্য ছুটে আসে উদ্ধারকারীর দল।

সেনাদের সফলভাবে উদ্ধার করার পর জখম সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর সূত্রে জানা যায় যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুই সেনাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

এর আগে ১৮ নভেম্বর একই জায়গায় তুষারধস নেমেছিল। যার জেরে সেনাবাহিনীর ৪ জন সেনা সহ ৬ জনের মৃত্যু হয় এবং ২ জন গুরুতর ভাবে জখম হন।

Related Articles

Back to top button