হায়দ্রাবাদে পশু চিকিৎসককে ধর্ষণে রঙ্গারেড্ডি জেলা বার কাউন্সিলের সদস্যরা জানিয়েছেন তাদের তরফ থেকে এই মামলায় অভিযুক্তদের হয়ে কেউ লড়বেন না। অভিযুক্তদের হয়ে তাদের কেউই আলাদলতে বিচারকের সামনে সওয়াল করবে না বলে তারা নোটিশ দিয়ে জানিয়েছে। তেলেঙ্গানা সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে, জোট দ্রুত সম্ভব এই মামলার যেন নিষ্পত্তি হয়। তার জন্য বিশেষ আদালত গঠন করার আবেদনও করা হয়েছে তাদের তরফে।
বার কাউন্সিলের প্রধান মাট্টাপল্লি শ্রীনিবাস জানিয়েছেন, এই ঘৃণ্যতম অপরাধের চরম শাস্তি হওয়া উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ঠিক করেছি আমাদের মধ্যে কেউই অপরাধীদের হয়ে কেস লড়বো না। এদিকে চার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাদের, বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেয়। তদন্তে নেমে পুলিশ মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে। সমগ্র দেশ থেকে চারজনের চরম শাস্তির আবেদন করা হচ্ছে।