কাজ করতে করতে সবারই প্রায় ক্লান্ত লাগে। একটু দু চোখের পাতা এক করে ঘুমাতে ইচ্ছা করে। কিন্তু কর্মজীবনে সে সুযোগ কোথায়? কর্মস্থলে ঘুম পেলে বাড়ি যাওয়ার নেই কোনো উপায় বরং চলে যাওয়ার উপক্রম হয় চাকরির। তবে এবার নিশ্চিন্তে ঘুমানোর জন্য ১ লক্ষ টাকার বেতন দিতে চলেছে এক ভারতীয় সংস্থা। ঘুমানোর জন্য ইন্টার্নশিপে চাকরি দিতে চলেছে স্টার্টআপ ওয়েকফিট নামক সংস্থাটি।
সূত্রের খবর, বিভিন্ন উপায়ের মাধ্যমে মানুষের ঘুম না এলে ঘুমের সহজ উপায় বের করা দেওয়াই হল এই স্টার্টআপ ওয়েকফিট সংস্থার কাজ। এই সংস্থাটি তাদের ‘ sleep intership 2020 batch’ এর প্রজেক্টের কারণে কিছু শিক্ষানবীশদের নিয়োগ করবে তাই তারা নিজেদের ওয়েবসাইটে চাকুরিপ্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই চাকরিটি পেতে গেলে আগ্রহী ব্যক্তিকে প্রচণ্ড উৎসাহীসহ ঘুমের সহজাত প্রবৃত্তির অধিকারী হতে হবে।এছাড়া এই চাকরিতে ড্রেসও দেয়া হবে আগ্রহী ব্যক্তিকে।
এই ইন্টার্নশিপে আগ্রহী ব্যক্তিকে রাতে ৯ ঘন্টা ঘুমোতে হবে। ১০০ দিনের জন্য এই কাজে যুক্ত ব্যাক্তি কাজ করার জন্যে পাবেন ১ লক্ষ টাকার বেতন।এছাড়া তাদের ঘুমের ধরন দেখার জন্য কাউন্সেলিং সেশন এবং স্লিপ ট্র্যাকার দেওয়া হবে যা মনিটর করবে সেই সংস্থা।
এই সংস্থার ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা চৈতন্য ঠারামলিঙ্গেগোওডা বলেন, “এই ধরণের ইন্টার্নশিপ চালু করার উদ্দেশ্য হল মানুষ যাতে সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে কিছু সময়ের জন্য নিশ্চিন্তে ঘুমায়। মানুষের দৈনন্দিন ব্যস্ততার জীবনে ঘুমকে ফিরিয়ে আনতে এই প্রয়াস।”