কৃষকের পাকা ধানে মই দিয়ে ফিরে গেছে বুলবুল। মাথায় হাত দিয়ে সরকারি সাহায্যের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। কিন্তু এখনও পর্যন্ত দেখা মেলেনি ত্রাণের। রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের উপর দায় চাপিয়ে দায়িত্ব সারছেন। অন্যদিকে কেন্দ্র সরকারের তরফে কিছু না জানানো হলেও, বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ ত্রাণ নয়ছয়ের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক টানপোড়েনের মাঝে পড়ে পেটে টান পড়ছে কৃষকের।
বিধানসভায় সবং-এর বিধায়ক গীতারানী ভুঁইয়ার করা প্রশ্নের জবাবে রাজ্যের ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান, ‘বুলবুলের কারণে ক্ষতির পরিমাণ ২৩ হাজার ৮৬০ কোটি টাকা।’ এরপরই তিনি জানান, বুলবুল ঝড়ের পরদিনই মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোন সাহায্য এসে পৌঁছায়নি।’ অন্যদিকে দিলীপ ঘোষের অভিযোগ, ত্রাণের টাকা নয়ছয় করার উদ্দেশ্যে ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলেছে তৃণমূল।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রের কাছে ত্রাণ চাইছে রাজ্য, আবার তার কৃতিত্ব বিজেপিকে দিতে রাজি নয় তারা। যে কারনে বিজেপি সাংসদদের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।