দেশনিউজ

হোটেল ভাড়া থেকে মুক্তি, রেলের পাঁচ স্টার রিটায়ারিং রুমে থাকুন, যাত্রীদের জন্য বিশেষ সুবিধা আনল Rail

Advertisement

ভারতীয় রেল প্রতিনিয়ত ট্রেন ও স্টেশনে যাত্রীদের বিশ্বমানের সুবিধা দিয়ে চলেছে। সাধারণ যাত্রীদের জন্য ভারতীয় রেল রিটায়ারিং রুমেরে ব্যবস্থা করেছে, এই পরিষেবা আইআরসিটিসির পক্ষ থেকে প্রদান করা হয়। ট্রেনে ভ্রমণের সময়, যাত্রীদের প্রায়শই বিশ্রামের জন্য বা অন্য ট্রেন ধরার জন্য কোথাও হয়তো অপেক্ষা করতে হয়। এমন পরিস্থিতিতে মানুষ হোটেল খোঁজেন, কিন্তু তাঁদের অনেকেই হয়তো জানেন না যে আইআরসিটিসি রেল স্টেশনেই ঘরের ব্যবস্থা করা হয়। এছাড়াও বড় ব্যাপার হল এই কক্ষগুলি খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।

আইআরসিটিসি-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিটায়ারিং রুম হল ভারতের বিভিন্ন রেল স্টেশনে যে কক্ষগুলি পাওয়া যায় সেগুলি এসি এবং নন-এসি উভয় বিভাগেই রয়েছে। সিঙ্গেল, ডাবল ও ডরমিটরি রুমও রয়েছে। এই ঘরগুলোতে থাকার সর্বনিম্ন সময়কাল ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৪৮ ঘন্টা। তবে ঘণ্টাপ্রতি বুকিংও পাওয়া যাচ্ছে শুধুমাত্র কয়েকটি স্টেশনে।

রেলস্টেশনে যাত্রীদের থাকার জন্য হোটেলের মতো রিটায়ার্ডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া গেলে ঘণ্টার পর ঘণ্টা বা দিন এবং রাতারাতি এসব রুম বুক করতে পারবেন। সারা রাতের জন্য ঘর বুকিংয়ের জন্য যাত্রীদের ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে যে কোনও জায়গায় দিতে হতে পারে। তবে বিভিন্ন স্টেশনে ভাড়ার হারের তারতম্য হতে পারে।

এবার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের যাত্রীরাও পাবেন এমন বিলাসবহুল ব্যবস্থার সুবিধা। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন স্টেশনগুলোকে আধুনিক ধাঁচে সাজিয়ে তোলা হচ্ছে। রিটায়ারিং রুমের পরিকাঠামো বদল করা হচ্ছে। ৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব কিছু ছবি পোস্ট করেছিলেন।

তাঁর পোস্ট করা ছবিগুলো দেখে মনে হতেই পারে কোনো দামী হোটেলের ঘর হয়তো-বা। কিন্তু ওগুলো আসলে রেলের রিটায়ারিং রুম। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ১২টি রিটায়ারিং রুমের পুনর্নবীকরণ করেছে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় অনেকের নজর কেড়েছে। নতুন রিটায়ারিং রুমের জন্য চার্জ ১৫০০/- টাকা প্রতিদিন।

Related Articles

Back to top button