মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠনে ঘোড়া কেনাবেচায় নেমেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী, অভিযোগ পাওয়ারের
মহারাষ্ট্র : শিবসেনার বিদ্রোহে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন স্বত্ত্বেও মহারাষ্ট্রে সরকার গঠনে ব্যর্থ হয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। তবে অন্য দলের বিধায়কদের ভাঙিয়ে সরকার গঠনের প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন বিজেপি নেতারা। এই চক্রান্তে সামিল ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। এক মারাঠি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই অভিযোগ আনেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ফোন করে বলেন যে, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা সরকার চালাতে কার্যকর ভূমিকা নেবে।’ বেশ কিছু জাতীয় ইস্যুতে দুজনের মতের মিল থাকায় মোদী এই প্রস্তাব দেন বলে মনে করেন তিনি। এরপরই তিনি এক মারাত্মক অভিযোগ আনেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সোমবার ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মেয়ে সুপ্রিয়াকে কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী করার প্রস্তাব দেন নরেন্দ্র মোদী। কিন্তু আমি ওনার প্রস্তাব ফিরিয়ে দিই।’ প্রসঙ্গত, পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে বর্তমানে পুনের বারামতির সাংসদ।